সাফ অনুর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে জটিলতা, অরুণাচল প্রদেশে আসতে পারছে না বিদেশী দলগুলি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : অরুণাচল প্রদেশে আয়োজিত হতে চলেছে সাফ অনুর্ধ্ব-১৯ ফুটবল চ্যাম্পিয়নশিপ। তবে এই প্রতিযোগিতা শুরুর দুই দিন আগে তৈরি হয়েছে বড়সড় জটিলতা, যার জেরে আয়োজক রাজ্যে আসতে পারছে না বিদেশি দেশগুলি। এই প্রতিযোগিতায় ভারতের গ্রুপে রয়েছে নেপাল ও শ্রীলঙ্কা। অপর গ্রুপে রয়েছে মালদ্বীপ, ভূটান ও বাংলাদেশ। আগামী ৯-১৮ মে অরুণাচলের ইউপিয়ায় হবে এই প্রতিযোগিতা।
অরুণাচল প্রদেশে বিদেশিদের প্রবেশ করতে গেলে একটি বিশেষ পার্মিটের প্রয়োজন হয়, যা হল প্রোটেক্টেড এরিয়া পার্মিট অথবা রেস্ট্রিক্টেড এরিয়া পার্মিট। ১৯৫৮ সালে স্বরাষ্ট্রমন্ত্রক দ্বারা জারি করা বিদেশি আইন (সংরক্ষিত এলাকা) অনুযায়ী, রাজ্যের কোনও এলাকায় আন্তর্জাতিক সীমানা বা ইনার লাইনের আওতায় থাকলে, সেটিকে সংরক্ষিত এলাকা হিসেবে ধার্য করা হবে, যার মধ্যে রয়েছে গোটা অরুণাচল প্রদেশ।
সেই রাজ্যে প্রবেশ করতে গেলে, বিদেশিদের নিজেদের আগমণের ২৪ ঘন্টার মধ্যে ফরেনার্স রেজিস্ট্রেশন অফিসারের কাছে নিজেদের নথিভুক্ত করতে হয়। এরপর, বিদেশিদের, যার মধ্যে রয়েছে আগমণকারী দলগুলি, তাদের সংশ্লিষ্ট আধিকারিকদের কাছে থেকে এই পার্মিট পেতে হয়। এটি না পেলে, বাকি দেশগুলো এই সাফ চ্যাম্পিয়নশিপে খেলতে পারবে না।
সূত্র মারফত জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে কিছু রাজ্য আধিকারিকদের ক্ষমতা রয়েছে এই পার্মিট দেওয়ার, তবে অরুণাচল প্রদেশের প্রশাসন এই বিষয়ের চাপ দিচ্ছেন কেন্দ্রের উপর, বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রক, বিদেশমন্ত্রক এবং ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রকের উপর, যাতে এই প্রতিযোগিতাটি সুষ্ঠুভাবে করা যায়।