কলকাতায় ১০ দিনের জাতীয় শিবিরের আয়োজন মানোলোর, ঘোষিত ২৮ সদস্যের দল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বুধবার ভারতীয় পুরুষ ফুটবল দলের হেড কোচ মানোলো মার্কেজ আগামী জুন মাসে হতে চলা ফিফা আন্তর্জাতিক উইন্ডোর জন্য ১০ দিনের প্রস্তুতি শিবির ও তাতে অংশ নেওয়া ২৮ সদস্যের দল ঘোষণা করেছেন। আগামী ১৮ মে থেকে কলকাতায় হবে এই প্রস্তুতি শিবির।
আগামী ১০ জুন হংকংয়ের বিরুদ্ধে এএফসি এশিয়ান কাপ ২০২৭ এর ফাইনাল রাউন্ড যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলতে যাবে ভারত। তবে এই ম্যাচের আগে আগামী ৪ জুন থাইল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। এই দুটি ম্যাচের প্রস্তুতির জন্য এই শিবিরের আয়োজন করা হয়েছে।
এই শিবিরে সুযোগ পাওয়া দলে একমাত্র বাঙালি হিসেবে সুযোগ পেয়েছেন বর্ষসেরা ফুটবলার শুভাশিস বসু। এছাড়া মোহনবাগান সুপার জায়ান্ট থেকে শুভাশিস সহ ৮ জন ফুটবলার সুযোগ পেয়েছেন, যার মধ্যে রয়েছে তরুণ ফরোয়ার্ড সুহেল আহমেদ ভাট। এদিকে ইস্টবেঙ্গল থেকে শুধু দুইজন সুযোগ পেয়েছেন।
গোলকিপার - হৃতিক তিওয়ারি, বিশাল কাইথ, গুরমীত সিং, অমরিন্দর সিং।
ডিফেন্ডার - নাওরেম রোশন সিং, রাহুল ভেকে, চিঙ্গলসানা সিং, আনোয়ার আলি, বরিস সিং, সন্দেশ ঝিঙ্গান, আশিস রাই, শুভাশিস বসু, মেহতাব সিং, অভিষেক সিং।
মিডফিল্ডার - সুরেশ সিং ওয়াংঝাম, নাওরেম মহেশ সিং, নিখিল প্রভু, আয়ুষ ছেত্রী, উদান্তা সিং, আপুইয়া, লিস্টন কোলাসো, আশিক কুরুনিয়ন, ব্র্যান্ডন ফার্নান্ডেজ।
ফরোয়ার্ড - সুনীল ছেত্রী, ইরফান ইয়াদওয়াদ, মনবীর সিং, সুহেল ভাট, লালিয়ানজুয়ালা ছাংতে।