কলকাতা নাইট রাইডার্সের এই তারকার থেকে পাওয়া শিক্ষাতেই আজ সফল কুলদীপ যাদব

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ভারতীয় স্পিন বিভাগের অন্যতম সেরা অস্ত্র কুলদীপ যাদব। বাঁ হাতি এই চায়নাম্যান স্পিনার আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে নিজের জাদু দেখিয়ে চলেছেন। তবে কলকাতা নাইট রাইডার্সে নিজের পুরোনো দিনের কথা ভোলেননি কুলদীপ, আর নিজের সাফল্যের জন্য পুরোনো নাইট সতীর্থ সুনীল নারাইনকে কৃতিত্ব দিলেন কুলদীপ।
আইপিএলের সম্প্রচারকারকদের সাথে একান্ত সাক্ষাৎকারে কুলদীপ বলেছেন, "একজন বোলার হিসেবে, আপনার লক্ষ্য থাকবে দাপট দেখানোর। জসপ্রীত বুমরাহ ও সুনীল নারাইন এই কাজটি ধারাবাহিকভাবে করে এসেছেন। যখন আমি কেকেআরে ছিলেন, তখন সুনীল নারাইনের থেকে আমি অনেক কিছু শিখেছিলাম। উনি নিজের সময়ের থেকে এগিয়ে ছিলেন। উনি সব সময় গুরুত্ব দিতেন কোন জায়গায় বোলিং করতে হবে।"
এরপর কুলদীপ বলেছেন, "সেই সময়ে, আমি শুধু নিজের স্কিলের উপর ভরসা রাখতাম, কিন্তু এখন আমি বুঝতে পারছি যে নারাইন একেবারে সঠিক ছিলেন। চোট সারিয়ে ফেরার পর, আমি নিজের লেংথে কাজ করেছি, আর সেটাই অনেক পার্থক্য গড়ে দিয়েছে।"