চিপকের পর এবার এই মঞ্চে চেন্নাই সুপার কিংসের গর্ব চূর্ণ করল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সম্প্রতি চেন্নাই সুপার কিংসের দূর্গ চিপকে হানা দিয়ে ১৭ বছর পর জয় ছিনিয়ে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এবার ফের সিএসকের এই গর্বের জায়গায় আঘাত আনল আরসিবি। যে গর্ব নিয়ে চেন্নাই সমর্থকরা নিজেদের এগিয়ে রাখতেন, এবার সেখানেই প্রত্যাঘাত বেঙ্গালুরুর।
ইনস্টাগ্রাম ফলোয়ার্সে চেন্নাই সুপার কিংসকে টপকে আইপিএলের জনপ্রিয়তম ফ্র্যাঞ্চাইজি হয়ে উঠেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই মুহুর্তে আরসিবির ইনস্টা ফলোয়ার সংখ্যা ১৭.৮ মিলিয়ন, সেখানে চেন্নাইয়ের ফলোয়ার সংখ্যা ১৭.৭ মিলিয়ন।
চলতি আইপিএলে দুরন্ত ছন্দে রয়েছে আরসিবি। ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সকে হারানোর পর এমএ চিদাম্বরম স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে লিগ তালিকার শীর্ষে রয়েছেন বিরাট কোহলিরা। অনেকেই ইতিমধ্যেই বেঙ্গালুরুকে ফাইনালে দেখছেন, যদিও খেলা এখনও অনেকটাই বাকি।