পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক করল পাঞ্জাব কিংস!

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এ যেন হাতের মুঠো থেকে ছিনিয়ে আনা। পাকিস্তানের উপর কার্যত সার্জিক্যাল স্ট্রাইক করে বসল পাঞ্জাব কিংস। তবে গোলাগুলিতে নয়, খেলোয়াড় তুলে। তাও আবার খোদ পাকিস্তানের গর্ব বাবর আজমের দল থেকে।
রবিবার পাঞ্জাব কিংস অজি অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলের পরিবর্তে আর এক অজি অলরাউন্ডার মিচেল ওয়েনকে আনার খবর ঘোষণা করে। কলকাতায় খেলতে এসে অনুশীলনে হাতে চোট পেয়েছিলেন ম্যাক্সওয়েল, সুস্থ হতে এক মাস মত লাগবে। যার ফলে ম্যাক্সওয়েলের পরিবর্ত ঘোষণা করল পাঞ্জাব।
এই মিচেল ওয়েন খেলছিলেন পাকিস্তান সুপার লিগে পেশোয়ার জালমির হয়ে। তবে পাঞ্জাবের হয়ে এখনই খেলতে পারবেন না ওয়েন। পেশোয়ারের হয়ে পুরো পিএসএল খেলে তারপরেই যোগ দেবেন পাঞ্জাবে, চুক্তিভঙ্গ করবেন না। লিগ পর্বে পঞ্চম স্থানে থাকা পেশোয়ারের শেষ খেলা ৯ মে। যদি তারা ফাইনালে ওঠে, সেক্ষেত্রে ১৮ মে এর আগে ওয়েনকে পাবে না পাঞ্জাব। ফলে প্লে অফসে উঠলে তবে ওয়েনকে পাবে শ্রেয়াস আইয়াররা।
ডানহাতি ব্যাটার ওয়েন মিডিয়াম পেস বোলিংও করেন। সদ্য বিগ ব্যাশ লিগ ফাইনালে ম্যাচের সেরা হয়েছিলেন। ৩৯ বলে শতরান করে চমকে দিয়েছিলেন তিনি। সেই প্রতিযোগিতায় ১১ ম্যাচে ৪৫২ রান করেছিলেন তিনি।