মুম্বইকে হারানোর পরিকল্পনা প্রথম ম্যাচের আগেই করে নিয়েছিল গুজরাট! রহস্য ফাঁস করলেন গিল

Photo- BCCI
এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আইপিএল ম্যাচটি ব্ল্যাক সয়েল (কালো মাটি) পিচে খেলার সিদ্ধান্ত টুর্নামেন্ট শুরুর আগেই নেওয়া হয়েছিল গুজরাট টাইটান্সের তরফে! এমনই মন্তব্য করলেন গুজরাট অধিনায়ক শুভমান গিল। মুম্বইয়ের শক্তিশালী ব্যাটিং লাইন-আপকে রুখে দেওয়ার জন্যেই এই পরিকল্পনা বলে জানান তিনি। তাদের এই পরিকল্পনা পুরোপুরি সফল হয়, কারণ মুম্বই ব্যাটসম্যানরা ১৯৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সমস্যায় পড়েন এবং ১৬০ রানে ছয় উইকেট হারিয়ে ৩৬ রানে পরাজিত হয়।
জিটি বনাম এমআই ম্যাচ শেষে গিল বলেন, "প্রথম ম্যাচের আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে দ্বিতীয় ম্যাচ (মুম্বই ইন্ডিয়ান্সের বিপক্ষে) ব্ল্যাক সয়েল পিচে খেলা হবে। হ্যাঁ, মুম্বইয়ের শক্তিশালী ব্যাটিং লাইন-আপকেও মাথায় রাখা হয়েছিল, তবে এই পিচ আমাদের বেশি সুবিধা দেবে,"
গিল বলেন, এই ধরনের পিচে বাউন্ডারি মারা কঠিন হয়ে যায়, যা মুম্বাইয়ের হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব এবং তিলক বর্মার মতো বিগ-হিটারেরা টের পেয়েছেন।
গিল বলেন, "ব্ল্যাক সয়েল পিচে ব্যাটিং করা কঠিন, বিশেষ করে বল পুরনো হয়ে গেলে বাউন্ডারি ক্লিয়ার করা কঠিন হয়ে যায়। তাই আমরা পাওয়ার প্লে-তে যতটা সম্ভব রান তুলতে চেয়েছিলাম। আমরা সবাই পরিকল্পনার কথা বলতে পারি, কিন্তু কখনও তা কাজে লাগে, আবার কখনও লাগে না।"
পেসাররা ভালো পারফর্ম করায়, তারকা স্পিনার রশিদ খান মাত্র দুটি ওভার বোলিং করেছেন। এই বিষয় গুজরাট অধিনায়ক জানিয়েছেন, "আমি জানি না, হয়তো এটাই প্রথমবার যে তিনি চার ওভার বোলিং করেননি। আসলে আমি ওকে শেষের জন্য রেখে দিতে চেয়েছিলাম, কিন্তু পেসাররা ভালো বল করছিল। প্রসিদ্ধ ভালো বোলিং করছিল, তাই আমি পেসারদেরই ব্যবহার করতে চেয়েছিলাম।"
অন্যদিকে, মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া তাদের বড় পরাজয়ের জন্য ব্যাটিং ও বোলিংয়ে "প্রাথমিক ভুলগুলোকেই" দায়ী করেছেন।
ম্যাচ শেষে হার্দিক বলেন, "কোথায় ভুল হলো তা বলা কঠিন। ব্যাটিং ও বোলিংয়ে প্রাথমিক কিছু ভুল ছিল, আমরা ফিল্ডিংয়েও খুব একটা ভালো ছিলাম না, যেকারণে হয়তো ২০-২৫ রান বেশি দিয়ে ফেলেছি।"