২০২৫ আইপিএলে জয়ের খোঁজে কেকেআরের বিরুদ্ধে বিধ্বংসী দল নামাবে মুম্বই ইন্ডিয়ান্স

Photo-X
এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ২০২৫ আইপিএলের শুরুটা ভালো হয়নি হার্দিক পান্ডিয়া, রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সের। ৫ বারের চ্যাম্পিয়ন মুম্বই সোমবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের। প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে রাজস্থানকে হারিয়ে আত্মবিশ্বাসী নাইট শিবির। তবে তারকা খচিত মুম্বই জয়ের লক্ষ্যে এই ম্যাচকেই টার্গেট করছে।
আইপিএলের ইতিহাসে এই দুই ফ্র্যাঞ্চাইজির মুখোমুখি সাক্ষাৎকারে মুম্বই দল অনেকটাই এগিয়ে। ৩৪ বারের সাক্ষাৎকারে ২৩ বার জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স এবং ১১ বার জিতেছে কলকাতা নাইট রাইডার্স।
খবর অনুযায়ী, ওয়াংখেড়ের পিচ ব্যাটিং সহায়ক থাকবে। ফলে বড় স্কোরের সম্ভাবনা বেশি। এক নজরে দেখে নিন মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য একাদশ-