কলকাতাকে হারাতে ভয়ঙ্কর দল নামাবে সানরাইজার্স হায়দরাবাদ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ বৃহস্পতিবার ইডেন গার্ডেনে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলতে নামবে সানরাইজার্স হায়দরাবাদ। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে বড় রানের লক্ষ্যে প্যাট কামিন্সের হায়দরাবাদ। সেষ দুই ম্যাচে হেরে চাপে হায়দরাবাদ দল। এবার জয়ের সরণীতে ফিরতে মরিয়া অভিষেক শর্মা, ঈশান কিষাণরা।
২০২৫ আইপিএলের প্রথম ম্যাচে ২৮৬ রান করে সকলকে চমকে দিয়েছিল এসআরএইচ দল। তবে পরের দুই ম্যাচে লখনউ এবং দিল্লির বিরুদ্ধে জয়ের দেখা পায়নি তারা। অন্যদিকে কেকেআরও এই মুহূর্তে লিগ টেবিলের শেষে।
এক নজরে দেখে নিন সানরাইজার্স হায়দরাবাদ দলের সম্ভাব্য একাদশ-