এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আসন্ন বর্ডার-গাভাস্কার ট্রফির জন্য ইতিমধ্যেই জোরকদমে প্রস্তুতি শুরু করেছে ভারত। এই সিরিজ জিততে গেলে দেশের দুই অভিজ্ঞ ব্যাটার রোহিত শর্মা ও বিরাট কোহলির ব্যাট হাতে জ্বলে ওঠা জরুরি, তা সকলেই জানেন। কিন্তু এই দুই তারকার সাম্প্রতিক ফর্ম যথেষ্ট চিন্তাজনক।
টেস্টে শেষ ১০ ইনিংসে রোহিত করেছেন মাত্র ১৩৩, বিরাট ১৯২। এই খারাপ ছন্দ নিয়ে অস্ট্রেলিয়ায় তারা কেমন পারফর্ম করবে সেটাই চিন্তার, বিশেষ করে ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হয়েছে ভারত। এমন পরিস্থিতিতে রোহিত-কোহলিকে অদ্ভুত পরামর্শ দিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার ব্রেট লি।
নিজের ইউটিউব চ্যানেলে লি বলেছেন, "যখন আপনি টানা কয়েকটি ম্যাচে খারাপ খেলবেন, তখনই চাপ পড়বে আপনার উপর। বিরাট কোহলি ও রোহিত শর্মার মত তারকা খেলোয়াড়কে নতুনভাবে পরিকল্পনা করতে হবে। আমি তাদের বলব, অস্ট্রেলিয়ায় খেলতে নামার আগে আপনারা আপনাদের কৌশল নিয়ে কাজ করুন, যতটা সম্ভব ক্রিকেট থেকে দূরে থাকুন এবং সতেজ হয়ে উঠুন।"
ইতিমধ্যেই চনমনে অনুশীলন শুরু করে দিয়েছেন বিরাট কোহলি, যদিও অধিনায়ক রোহিত শর্মা এখনও অস্ট্রেলিয়া পৌঁছননি। পারিবারিক দায়িত্বের কারণে সম্ভবত প্রথম টেস্ট খেলবেন না হিটম্যান।