'অজিঙ্ক রাহানের কিটব্যাগে লাথি মেরেছিলেন যশস্বী জয়সওয়াল', মুম্বই ছেড়ে গোয়ায় পাড়ি দেওয়ার পেছনে দুই তারকার অন্তর্দ্বন্দ্বই কি আসল কারণ?

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ভারতীয় ওপেনার যশস্বী জয়সওয়ালের মুম্বই থেকে হঠাৎ গোয়ায় যাওয়ার সিদ্ধান্ত বুধবার ক্রিকেটমহলে চমক সৃষ্টি করেছে। ২৩ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার মঙ্গলবার মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনকে (এমসিএ) চিঠি দিয়ে গোয়ায় খেলার ইচ্ছা প্রকাশ করেন এবং এসোসিয়েশন দ্রুত তার অনুরোধ মঞ্জুর করে।
২০২৫-২৬ মরসুম থেকে গোয়ার হয়ে খেলবেন জয়সওয়াল এবং তাকে নেতৃত্বভার দেওয়া হতে পারে বলেও জানা যাচ্ছে। তবে ভারতের ব্যস্ত আন্তর্জাতিক সূচির মাঝে তিনি গোয়া দলের হয়ে কতটা সময় দিতে পারবেন, তা এখনও পরিষ্কার নয়।
এক সাক্ষাৎকারে জয়সওয়াল জানিয়েছেন, নতুন সুযোগের কারণেই এই সিদ্ধান্ত। "এটা আমার জন্য খুব কঠিন সিদ্ধান্ত ছিল। আমি আজ যা কিছু হয়েছি, তা মুম্বইয়ের জন্যই। এই শহর আমাকে গড়ে তুলেছে, এবং সারাজীবন এমসিএ-র প্রতি আমি কৃতজ্ঞ থাকব," ইন্ডিয়ান এক্সপ্রেস-কে বলেন যশস্বী। তিনি আরও যোগ করেন, "গোয়া আমাকে একটি নতুন সুযোগ এবং নেতৃত্বের ভূমিকা দিয়েছে। আমার প্রথম লক্ষ্য হবে ভারতের হয়ে ভালো খেলা এবং যখন জাতীয় দায়িত্বে থাকব না, তখন গোয়ার হয়ে খেলব এবং দলকে যতদূর সম্ভব এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। এটা এমন এক সুযোগ ছিল যা আমি হাতছাড়া করতে চাইনি।"
তবে ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদনে যশস্বীর দলবদলের পেছনে আরও গভীর কারণ উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, যশস্বী মুম্বই দলে ‘চিরস্থায়ী নজরদারিতে’ খুশি ছিলেন না।
প্রতিবেদনে দাবি করা হয়েছে, যশস্বী ও মুম্বই ফার্স্ট-ক্লাস দলের অধিনায়ক অজিঙ্ক রাহানের সম্পর্ক 'টানাপোড়েনপূর্ণ' ছিল। ২০২২ সালে এক ম্যাচে স্লেজিং করার কারণে রাহানে যশস্বীকে মাঠ থেকে সরিয়ে দেন — তখন থেকেই দু’জনের মধ্যে দূরত্ব তৈরি হয়। ওই ম্যাচে যশস্বী ২৬৫ রানের একটি ঝকঝকে ডাবল সেঞ্চুরি করেন, কিন্তু শেষ দিনে দক্ষিণ অঞ্চলের ব্যাটার রবি তেজাকে অতিরিক্ত স্লেজিং করায় রাহানে তাকে মাঠ থেকে বের করে দেন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, যশস্বীর ব্যাটিং শট নির্বাচন নিয়েও দলের মধ্যে প্রশ্ন উঠত বারবার। মুম্বই বনাম জম্মু ও কাশ্মীর ম্যাচে খারাপ পারফরম্যান্সের পর কোচ ও অধিনায়ক তার ‘কমিটমেন্ট’ নিয়ে প্রশ্ন তোলেন। সূত্র অনুযায়ী, এতে ক্ষুব্ধ হয়ে যশস্বী রাহানের কিটব্যাগে লাথি মারেন।
পিটিআই-এর আরেকটি প্রতিবেদনে একই ইঙ্গিত মিলেছে — যশস্বীর এক জ্যেষ্ঠ খেলোয়াড়ের সঙ্গে বিবাদের কথা উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, "গত মরসুমে জম্মু-কাশ্মীর ম্যাচে দ্বিতীয় ইনিংসে যশস্বী এক সিনিয়র ক্রিকেটারের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। ম্যাচ বাঁচাতে মরিয়া দলের সেই খেলোয়াড় যশস্বীর শট নিয়ে প্রশ্ন তোলেন। পাল্টা জবাবে যশস্বী বলেন, প্রথম ইনিংসে তার (সিনিয়রের) শট কীভাবে ছিল, সেটাও আগে দেখা উচিত।"