হায়দরাবাদকে রেকর্ড ব্যবধানে হারিয়ে আইপিএলের নতুন মাইলফলক ছুঁলো কলকাতা নাইট রাইডার্স

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ চলতি আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদকে ৮০ রানে উড়িয়ে দিয়ে ইতিহাস গড়ল কলকাতা নাইট রাইডার্স। আইপিএলের ইতিহাসে তিনটি ভিন্ন দলের বিপক্ষে ২০টির বেশি জয় পাওয়া প্রথম দল হয়ে উঠল কেকেআর। নিজেদের ঘরের মাঠে দুর্দান্ত পারফরম্যান্সে সাফল্যের নকশা সফলভাবে বাস্তবায়ন করল নাইটরা।
এই জয়ের পর সানরাইজার্স হায়দরাবাদ ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ২০টি করে এবং পাঞ্জাব কিংসের বিপক্ষে ২১টি জয় রয়েছে কেকেআরের।
ম্যাচে প্রথমে ব্যাট করতে পাঠিয়ে শুরুতে সাফল্য পেয়েছিল হায়দরাবাদ। দ্রুতই কুইন্টন ডি কক ও সুনীল নারাইন ফিরে গেলে ১৬ রানে ২ উইকেট হারায় কেকেআর। তবে চাপ সামলে পাল্টা আক্রমণে খেলায় ফেরে কলকাতা। অধিনায়ক অজিঙ্ক রাহানে (২৭ বলে ৩৮ রান) এবং তরুণ অঙ্কৃশ রঘুবংশী (৩২ বলে ৫০ রান) গড়েন গুরুত্বপূর্ণ জুটি।
তাদের বিদায়ের পর হায়দরাবাদ কিছুটা ফেরে ম্যাচে, তবে বাঁ-হাতি ভেঙ্কটেশ আইয়ার (২৯ বলে ৬০ রান) ও রিঙ্কু সিং (১৭ বলে ৩২* রান) মিলে ৯১ রানের দুর্দান্ত পার্টনারশিপ গড়ে দলকে পৌঁছে দেন ২০০/৬ রানে।
জবাবে ব্যাট করতে নেমে হায়দরাবাদ ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাওয়ার প্লেতেই। কেকেআরের দুই বোলার বৈভব অরোরা (৩/২৯) ও বরুণ চক্রবর্তী (৩/২২) জ্বলে ওঠেন। হেনরিখ ক্লাসেন (২১ বলে ৩৩ রান) ও কামিন্দু মেন্ডিস (২০ বলে ২৭ রান) ছাড়া কেউই ব্যাট হাতে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারেননি।
এই জয়ের ফলে ৪ ম্যাচে ২ জয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে কলকাতা, অন্যদিকে মাত্র এক জয় নিয়ে লিগ টেবিলের তলানিতে রয়েছে হায়দরাবাদ।