এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ২৪ ও ২৫ নভেম্বর সৌদি আরবের জেদ্দাহে ২০২৫ আইপিএল এর মেগা নিলামের আয়োজন হতে চলেছে। এই নিলামে ১৫৭৪ জন ক্রিকেটারের নাম নথিভুক্ত করা হয়েছে। আর মধ্যে দেশ বিদেশের একাধিক মহাতারকার নাম রয়েছে। তাদের নিলামও শুরু হবে ২কোটি টাকা থেকে। সর্বশেষ খবর অনুযায়ী, ২৩ জন ভারতীয় ক্রিকেটার তাদের বেস প্রাইস ২ কোটা টাকা ধার্য করেছেন।
মোট ২০৪টি স্লটের জন্য নিলামে অংশগ্রহণ করবে আইপিএলের ১০টি ফ্র্যাঞ্চাইজি। প্রতিটি দল সর্বমোট ২৫ জন ক্রিকেটার নিয়ে দল সাজাতে পারবে। ১১৬৫ জন ভারতীয় ক্রিকেটার এবং ৪০৯ জন বিদেশি ক্রিকেটার রেজিস্টার করেছেন আসন্ন নিলামের জন্য।
যেসকল ক্রিকেটার নিজেদের নাম রেজিস্টার করেছেন তাদের মধ্যে ৩২০ জন ক্রিকেটার তাঁদের দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। এর মধ্যে ৪৮ জন ভারতীয় এবং ২৭২ জন অন্যান্য দেশের ক্রিকেটার। ১২২৪ খেলোয়াড় আনক্যাপড, যার মধ্যে ৯৬৫ জন ক্রিকেটারই ভারতীয়।
ঋষভ পন্থ, কেএল রাহুল, শ্রেয়স আইয়ার, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, মহম্মদ শামি, খলিল আহমেদ, দীপক চাহার, ভেঙ্কটেশ আইয়ার, আভেশ খান, ঈশান কিশান, মুকেশ কুমার, ভুবনেশ্বর কুমার, প্রসিদ্ধ কৃষ্ণা, টি নটরাজন, দেবদুত পাডিক্কল, ক্রুনাল পান্ডিয়া, হর্ষল প্যাটেল, অর্শদীপ সিং, ওয়াশিংটন সুন্দর, শার্দূল ঠাকুর, মহম্মদ সিরাজ এবং উমেশ যাদব।