এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: ২৪ বছর পর দেশের মাটিতে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ ভারত। চরম লজ্জার সম্মুখীন রোহিত শর্মার দল। দুই ইনিংসে ১১ উইকেট নিয়ে নিউজিল্যান্ডের নজির গড়ায় অবদান রাখলেন এজাজ প্যাটেল।
দেশের মাটিতে টানা তৃতীয় টেস্ট হারের সঙ্গে সঙ্গে কঠিন হয়ে গেল ভারতের আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ওঠার সমীকরণও। জেতার জন্য দরকার ছিল ১৪৭ রান তবে ভারতীয় ব্যাটিং লাইন আপ গুটিয়ে গেল ২৯.১ ওভারে মাত্র ১২১ রানেই।
ভারতের ১২১ রানের মধ্যে ঋষভ পন্থের একারই ৬৪। ৫৭ বলের ইনিংসে রয়েছে ৯টি চার ও একটি ছয়। শেষবার ২০০০ সালে দক্ষিণ আফ্রিকার কাছে সিরিজ়ের দু’টি টেস্টই হেরেছিল ভারত। ২৪ বছর পর আবার ঘরের মাঠে সিরিজ়ের সব টেস্ট হেরে লজ্জার রেকর্ড গড়লেন রোহিত শর্মারা।