Photo-X
এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ এরিক টেন হাগের পরিবর্তে মাঝ মরসুমেই রেড ডেভিলদের দায়িত্ব নিতে চলেছেন পর্তুগীজ কোচ রুবেন আমোরিম। তবে স্পোর্টিং ক্লাব পর্তুগাল থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে আসার আগেই ইউনাইটেডের চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব ম্যানচেস্টার সিটিকে বড় ব্যবধানে পরাজিত করে ফুটবল মহলে চমকে দিয়েছেন আমোরিম। মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে ৪-১ ফলাফলে ম্যাচ জেতে স্পোর্টিং ক্লাব পর্তুগাল।
রেড ডেভিলের দায়িত্ব নেওয়ার আগে শেষবার ঘরের মাঠে স্পোর্টিং সিপির ডাগ আউটে বসেছিলেন আমোরিম। ক্লাবের তরফে তাঁকে সম্মানিত করা হয়। গ্যালারিতেও দেখা যায় তাঁকে নিয়ে বড় টিফো।
নতুন দলে দায়িত্ব নিয়ে তিনি জানিয়েছিলেন যে যদি তিনি ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের এই ম্যাচ জিততে পারেন তাহলে লোকে তাঁকে নতুন স্যার আলেক্স ফার্গুসন বলতে শুরু করবেন।
সিটির হয়ে একমাত্র গোলটি করেন ফিল ফোডেন। স্পোর্টিংইয়ের হয়ে ভিক্টর গিওকারেস হ্যাটট্রিক করেন। এই মুহূর্তে দুরন্ত ফর্মে রয়েছেন ভিক্টর। আরেকটি গোল করেন আরাউজো।
চ্যাম্পিয়ন্স লিগের এই সপ্তাহে ম্যানচেস্টার সিটির পাশাপাশি রিয়াল মাদ্রিদ, লেভারকুসেনও বড় পরাজয়ের শিকার হয়। রিয়াল মাদ্রিদ এসি মিলানের বিরুদ্ধে ১-৩ ফলাফলে পরাজিত হয়। অন্যদিকে লেভারকুসেন লিভারপুলের বিরুদ্ধে ০-৪ ফলাফলে পরাজিত হয়।