এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : কয়েক দিন আগে প্যারাগুয়ে ফুটবল সংস্থার একটি ফতোয়াকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল। যেখানে বলা হয়েছিল, আগামী শুক্রবার বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বে আর্জেন্টিনার বিরুদ্ধে হোম ম্যাচে স্টেডিয়ামে 'মেসি ১০' নামাঙ্কিত কিংবা আর্জেন্টিনার কোনও জার্সি পরে মাঠে ঢুকতে পারবেন না দর্শকরা।
এবার এই ফতোয়াকে হুঁশিয়ারি দিয়ে উড়িয়ে দিলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। তিনি ইঙ্গিতে বুঝিয়ে দিলেন, সংস্থার এই নিষেধ কজন মানবেন, সে নিয়ে সন্দেহ রয়েছে। এর কারণ হিসেবে তিনি ব্যক্ত করেছেন, লিওনেল মেসির জনপ্রিয়তা।
স্কালোনি বলেছেন, "প্যারাগুয়ের ফুটবলারদের জন্য সবাই চায় তাদের জাতীয় দলের জার্সি পরা হোক। কিন্তু লিও সবার ঊর্ধ্বে, তাই আর্জেন্টিনার জার্সি থাকবে গ্যালারিতে। তবে এর অর্থ এই নয় যে স্থানীয় দর্শক প্যারাগুয়েকে সমর্থন করে না। আমার মতে, মেসি কী, তা ফুটবলপ্রেমীদের বিচার করতে দেওয়া হোক। জার্সি থাকলেই আর্জেন্টিনার সমর্থক হয়ে যাবেন, ব্যাপারটা এমনও নয়।"
যদিও প্যারাগুয়েতে আর্জেন্টিনা খুব একটা সুবিধা করতে পারে না। শেষবার ২০১৩ সালে প্যারাগুয়েতে জিতেছে আর্জেন্টিনা। এরপর ২০১৫ ও ২০২১ সালে ড্র করেছে। ইতিমধ্যেই এই ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে, ফলে ৩৫ হাজার আসনের স্টেডিয়ামে সমর্থকদের ঢল নামবে তা বলাই যায়।