আইপিএল দেখার লোভে অবৈধভাবে সীমান্তরেখা টপকে ভারতে এলেন বাংলাদেশী!

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আইপিএলের উন্মাদনা শুধু ভারতেই নয়, গোটা বিশ্বে বিরাজমান। এবং তারই এক বড় উদাহরণ দেখা গিয়েছে। মুম্বইয়ে আয়োজিত আইপিএল ২০২২ এর ম্যাচ দেখতে অবৈধভাবে সীমান্তরেখা টপকে ভারতে এসেছেন এক বাংলাদেশী যুবক। কিন্তু সেই মুহুর্তে বিএসএফের জওয়ানরা তাকে ধরে ফেলেন।
জানা গিয়েছে, বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার পূর্ব চাঁদপুরের বাসিন্দা মহম্মদ ইব্রাহিম এই কান্ড ঘটিয়েছেন। ৩১ বছরের এই ক্রিকেট ভক্তের দীর্ঘদিনের ইচ্ছা, ভারতে গিয়ে আইপিএল দেখার। সেই সময় এক দালালের সাথে পরিচয় হয় ইব্রাহিমের। দালালকে পাঁচ হাজার টাকা দিয়ে বেড়া টপকান ইব্রাহিম। কিন্তু সেই সময়ে বিএসএফের ৬৮ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা তাকে আটক করেন।
কিন্তু ইব্রাহিমকে জেরা করে তার ক্রিকেট প্রেম ও আবেগের কথা জানতে পেরে, তাকে গারদে না পুরে বাংলাদেশে ফিরিয়ে দেন জওয়ানরা।