KKR টিম ম্যানেজমেন্টের এই গুরুত্বপূর্ণ সদস্য পেতে চলেছেন ভারতীয় দলের বড় পদ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ভারতীয় দলের নয়া হেড ফিজিও হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন কলকতা নাইট রাইডার্সের কমলেশ জৈন। পিটিআইয়ের রিপোর্ট অনুযায়ী, চেন্নাইয়ের কমলেশ সম্প্রতি এক ইন্টারভিউতে হেড কোচ রাহুল দ্রাবিড়, বিসিসিআই সচিব জয় শাহ ও এনসিএ প্রধান ভিভিএস লক্ষ্মণের নজর কেড়েছেন।
রিপোর্ট অনুযায়ী, ইতিমধ্যেই প্যানেলের চারজনের তরফ থেকে মৌখিক সম্মতি পেয়ে গিয়েছেন কমলেশ জৈন। এবং যা সম্ভাবনা, নীতিন প্যাটেলের জায়গায় ভারতীয় দলের হেড ফিজিও হিসেবে যোগ দিতে চলেছেন কমলেশ জৈন। বলা বাহুল্য, চলতি বছরের শুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির স্পোর্টস সায়েন্স ও স্পোর্টস মেডিসিনের প্রধানের দায়িত্ব নিয়েছেন নীতিন প্যাটেল।
২০১২ সাল থেকে কলকাতা নাইট রাইডার্সের সাথে যুক্ত কমলেশ। অ্যান্ড্রু লাইপাসের অধীনে সাত বছর সহকারী ফিজিওর ভূমিকা পালন করেছিলেন কমলেশ, তারপর গত তিন বছর হেড ফিজিওর দায়িত্বে রয়েছেন তিনি। যদি সব ঠিকঠাক থাকে, তাহলে আইপিএলের পর দক্ষিণ আফ্রিকা সিরিজেই জাতীয় দলের দায়িত্ব গ্রহণ করবেন কমলেশ।