এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: ভারতের অন্তর্বর্তী অধিনায়ক জসপ্রিত বুমরাহ বর্তমানে পিঠের ব্যথায় ভুগছেন। সিডনিতে চলতি শেষ টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে হওয়া সাংবাদিক সম্মেলনে পেসার প্রসিদ্ধ কৃষ্ণ এই তথ্য নিশ্চিত করেছেন। জানুয়ারি ৪ তারিখে দ্বিতীয় সেশনের মাঝপথে মাঠ ছাড়েন বুমরাহ এবং পরে তাঁকে সেন্ট ভিনসেন্ট হাসপাতাল নিয়ে যাওয়া হয় স্ক্যান করানোর জন্য।
প্রসিদ্ধ জানিয়েছেন, "জসপ্রিত বুমরাহর পিঠে ব্যথা রয়েছে। তিনি স্ক্যান করিয়েছেন এবং মেডিক্যাল টিম তাকে পর্যবেক্ষণ করছে। স্ক্যান রিপোর্ট এলে আরও বিস্তারিত জানা যাবে।"
এই চোট ভারতের জন্য বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ দল বর্ডার-গাভাস্কার ট্রফি ধরে রাখার চেষ্টা করছে। বুমরাহ, যিনি দলের প্রধান বোলার এবং গুরুত্বপূর্ণ লোয়ার-অর্ডার ব্যাটার, যদি ম্যাচ থেকে ছিটকে যান, তবে এটি ভারতের জয়ের সম্ভাবনাকে বড় আঘাত করবে। বর্তমানে ম্যাচ তৃতীয় দিনে গিয়ে শেষ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
দ্বিতীয় দিনে বুমরাহ ৮ ওভার বল করেন এবং গুরুত্বপূর্ণ উইকেট হিসেবে মার্নাস লাবুশেনকে আউট করেন। কিন্তু লাঞ্চ বিরতির পর অস্বস্তি অনুভব করার কারণে তিনি মাঠ ছেড়ে চলে যান। সূত্রের খবর অনুযায়ী, সেন্ট ভিনসেন্ট হাসপাতালের সেন্টেনিয়াল পার্ক এলাকায় তাঁর স্ক্যান করানো হচ্ছে। দলের পক্ষ থেকে আশা করা হচ্ছে দিন শেষের মধ্যেই রিপোর্ট হাতে আসবে।
ভারতীয় দল অধিনায়কের দ্রুত সুস্থ হয়ে ফেরার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।
জসপ্রিত বুমরাহ চলতি সিরিজে এখনও পর্যন্ত পাঁচটি ম্যাচের সবকটিতে খেলেছেন। এমসিজি টেস্টে তিনি কেরিয়ারের সর্বোচ্চ ৫৩.২ ওভার বল করেন। এক সময় বুমরাহ রোহিত শর্মাকে স্পষ্টভাবে জানিয়ে দেন যে তিনি আর একটি ওভারও বল করতে পারবেন না।
চলতি টেস্ট ম্যাচে বুমরাহ ২টি উইকেট নিয়েছেন, যা তার সিরিজে মোট উইকেট সংখ্যা ৩২-এ নিয়ে গিয়েছে। এটি অস্ট্রেলিয়ার বিপক্ষে কোনও ভারতীয় বোলারের সর্বোচ্চ উইকেট সংগ্রহের রেকর্ড। এই কৃতিত্বে তিনি কিংবদন্তি স্পিনার বিষণ সিং বেদির রেকর্ড ভেঙেছেন, যিনি ১৯৭৭-৭৮ সিরিজে ৩১টি উইকেট নিয়েছিলেন।
ভারতীয় দল এখন চোটের রিপোর্টের জন্য অপেক্ষা করছে এবং প্রার্থনা করছে যে তাদের অধিনায়ক দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরে আসতে পারেন।