এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সোমবার মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে নামার আগের দিন স্বস্তির পরিবেশ ইস্টবেঙ্গল অনুশীলনে। পুরোদমে অনুশীলন করলেন সৌভিক চক্রবর্তী ও আনোয়ার আলি। নববর্ষের ছুটি কাটানোর পর এই প্রথমবার পুরো অনুশীলন করলেন তারা।
রবিবার মূলত সেটপিস অনুশীলন এবং রক্ষণ ও মাঝমাঠে সংঘবদ্ধতা আনার প্রস্তুতিই সারলেন হেড কোচ অস্কার ব্রুজো। যদিও সৌভিকের গোড়ালির ব্যথা অনেকটাই সেরেছে, তবে ডার্বির আগে মুম্বাইয়ের বিরুদ্ধে কঠিন ম্যাচ খেলানোর ঝুঁকি নিতে চাইছেন না অস্কার। সেক্ষেত্রে মাঝমাঠে জিকসন সিংয়ের সাথে আনোয়ার আলিকে খেলাতে পারেন তিনি।
এদিকে অনুশীলনের শেষ দিকে সাইডলাইনে গিয়ে বসে পড়েন দিমিত্রিয়স দিয়ামান্টাকোস। যদিও ম্যানেজমেন্ট সূত্রে জানা গিয়েছে, ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্যই দিমিকে বেশি অনুশীলন করানো হয়নি, যেমনটা গত কয়েক দিন ধরে আনোয়ার ও লালচুংনুংগার সাথে হয়েছিল।