এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: মেলবোর্ন টেস্টই হতে পারে রোহিত শর্মার শেষ টেস্ট ম্যাচ, এমনটাই জানাচ্ছেন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি সুনীল গাভাসকার। বর্ডার-গাভাসকার ট্রফির ২০২৪-২৫ সিরিজের শেষ টেস্ট ম্যাচে রোহিতকে না রাখার কারণ বিশ্লেষণ করতে গিয়ে মধ্যাহ্নভোজনের সময় গাভাসকার এই মন্তব্য করেন।
ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে অবস্থান এবং চলমান টেস্টের পারফরম্যান্স বিবেচনায়, ফাইনালে যোগ্যতা অর্জনের সম্ভাবনা বেশ কম। সুনীল গাভাসকারের মতে, টেস্ট ক্রিকেটে রোহিত শর্মার অধ্যায় এখানেই শেষ হতে পারে।
"আমার মনে হয়, যদি ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যোগ্যতা অর্জন করতে না পারে, তবে মেলবোর্ন টেস্টই রোহিত শর্মার শেষ ম্যাচ হবে। ইংল্যান্ড সিরিজ থেকে নতুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্র শুরু হবে। সেই দিক থেকে ভাবলে, এমন কাউকে বেছে নেওয়া হবে, যিনি ২০২৭ সালের ফাইনাল পর্যন্ত উপলব্ধ থাকবেন। ভারত ফাইনালে পৌঁছাবে কি না, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আমার ধারণা, নির্বাচক কমিটি এই সিদ্ধান্তই নেবে। তাই আমার মনে হয়, আমরা রোহিত শর্মাকে টেস্ট ক্রিকেটে শেষবারের মতো দেখেছি।"
তিনি আরও যোগ করেন, "ভারতীয় ক্রিকেটে যা হয়, সেটা হলো একটা নির্বাচক কমিটি থাকে যারা স্কোয়াড বেছে নেয়। বিদেশ সফরের সময় অধিনায়ক, কোচ এবং যদি একজন নির্বাচক থাকেন, তাহলে তারা মিলিত হয়ে সিদ্ধান্ত নেন। আমি মনে করি, নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগারকার এখানে উপস্থিত আছেন। তাই এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তারও বড় ভূমিকা রয়েছে। সম্ভবত দলের কিছু সিনিয়র খেলোয়াড়ের মতামতও নেওয়া হয়েছে।"
ভারতের প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রীও এই প্রসঙ্গে নিজের মত প্রকাশ করেছেন। তিনি বলেন, "যদি ঘরের মাঠে খেলার কোনও সিরিজ থাকত, তবে হয়তো তিনি খেলা চালিয়ে যাওয়ার কথা ভাবতেন। কিন্তু আমার মনে হয়, এই টেস্টের শেষে তিনি টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়াতে পারেন। তার বয়স এখন ৩৮, আর তরুণ খেলোয়াড়দের সুযোগ দেওয়ার সময় এসেছে। ভারতীয় দলের দলে বেশ কয়েকজন প্রতিভাবান ক্রিকেটার রয়েছে। এটা কঠিন সিদ্ধান্ত হলেও সময়ের সঙ্গে এই সিদ্ধান্তই ঠিক।"