এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: গুজরাট টাইটান্সের বিরুদ্ধে প্রথমবার জয়ের স্বাদ পেল মহেন্দ্র সিং ধোনির দল। সেই সঙ্গেই প্রথম কোয়ালিফায়ারে ১৫ রানে দুরন্ত জয় চারবারের চ্যাম্পিয়নদের পৌঁছে দিল আইপিএল ২০২৩-এর ফাইনালে। এই নিয়ে ১০ বার আইপিএল ফাইনাল খেলতে চলেছে সুপার কিংসরা।
এদিন টস জিতে ফিল্ডিং নিয়েছিল টাইটান্স। প্রথমে ব্যাট করতে নেমে চেন্নাইয়ের হয়ে রুতুরাজ গায়কোয়াড় ও ডেভন কনওয়ের দুর্দান্ত পারফম্যান্স করেন। রুতুরাজ করেন ৬০ রান ও কনওয়ের করেন ৪০। মহেন্দ্র সিং ধোনি ২ বলে ১ রান করে আউট হয়ে যান।
শেষপর্যন্ত রবীন্দ্র জাদেজার ২২ রানের সৌজন্যে ২০ ওভারে ৭ উইকেটে ১৭২ রান করে সিএসকে। মহম্মদ শামি ও মোহিত শর্মা ২ টি করে এবং দর্শন নালকণ্ডে, রশিদ খান ও নূর আহমেদ ১টি করে উইকেট নেন।
আরও পড়ুন- ত্রিপুরার পর্যটন দপ্তরের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার প্রস্তাব সৌরভ গঙ্গোপাধ্যায়কে
জয়ের জন্য ১৭৩ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে ছিলেন গুজরাট টাইটান্সের ব্যাটাররা। টানা দুটি ম্যাচে শতরানকারী শুভমান গিল করেন ৩৮ বলে ৪২ রান।
প্রথম থেকেই নিয়ন্ত্রিত বোলিংয়ে রাশ নিজেদের হাতে রেখে জয় ছিনিয়ে নিল ধোনি ব্রিগেড। শেষের দিকে রশিদ খান নেমে ঝোড়ো ব্যাটিং চালালেও জয়ের জন্য যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত ১৫ রানে জিতে ফের একবার আইপিএলের ফাইনালে ধোনির চেন্নাই।