এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ প্রাক্তন ভারতীয় হেড কোচ রবি শাস্ত্রী, বিরাট কোহলি ও রোহিত শর্মাকে তাদের টেস্ট ক্যারিয়ার পুনরুজ্জীবিত করতে ঘরোয়া ক্রিকেটে ফেরার পরামর্শ দিয়েছেন। সাম্প্রতিক সিরিজগুলোতে দুর্বল পারফরম্যান্সের পরে শাস্ত্রী এই মন্তব্য করেন।
আইসিসি রিভিউ-তে কথা বলার সময় শাস্ত্রী বলেন, ঘরোয়া লাল বলের ক্রিকেট খেললে তারা শুধু তাদের দক্ষতা বাড়াতে পারবেন না, বরং তরুণ প্রজন্মকেও পরামর্শ দিতে পারবেন।
তিনি বলেন, “যদি তাদের সময় থাকে, আমি মনে করি তাদের ঘরোয়া ক্রিকেটে ফিরে যাওয়া উচিত। দীর্ঘ সময় ধরে টেস্ট ক্রিকেট খেললে ঘরোয়া ক্রিকেট খেলার দুটি কারণ আছে। প্রথমত, বর্তমান প্রজন্মের সাথে তাল মেলানো যায়। দ্বিতীয়ত, অভিজ্ঞতার মাধ্যমে তরুণ প্রজন্মকে সাহায্য করা যায়।”
শাস্ত্রী বিশেষভাবে উল্লেখ করেন বিরাট কোহলির স্পিন ও অফ-স্টাম্পের বাইরে বলের বিরুদ্ধে কারিগরি দুর্বলতার কথা। পাশাপাশি, ভারতের স্পিনিং পিচে সাম্প্রতিক সময়ে দলগত সমস্যার কথাও তুলে ধরেন তিনি।
“যদি প্রতিপক্ষের মানসম্পন্ন স্পিনার থাকে, তারা আপনাকে সমস্যায় ফেলতে পারে। আর তারা ভারতকেও সমস্যায় ফেলেছে,” বলেন শাস্ত্রী। এ ধরনের পরিস্থিতির বিরুদ্ধে ম্যাচ অনুশীলনের গুরুত্বও তুলে ধরেন তিনি।
তবে, চূড়ান্ত সিদ্ধান্ত কোহলি ও রোহিতের উপরই ছেড়ে দিয়েছেন শাস্ত্রী। তিনি বলেন, এই ফরম্যাটে খেলার জন্য তাদের ক্ষুধা ও ইচ্ছাই গুরুত্বপূর্ণ।
রবি শাস্ত্রী জানিয়েছেন, “তারা নিজেরাই জানে তারা কতটা ক্ষুধার্ত। যখন আপনি ৩০-এর কোঠায় থাকেন - একজন ৩৬, অন্যজন ৩৮ - তখন ক্ষুধা ও ইচ্ছাই আসল বিষয়।”