এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শুক্রবার এম চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলতে নামবে কলকাতা নাইট রাইডার্স। গত ম্যাচে পাঞ্জাব কিংসকে হারিয়েছিল আরসিবি, অন্যদিকে রুদ্ধশ্বাস ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে আত্মবিশ্বাসী কেকেআর।
এই পরিস্থিতিতে প্রশ্ন হল, বেঙ্গালুরুকে তাদের ঘরে হারাতে কী একাদশে নামবে কলকাতা? হায়দরাবাদের বিরুদ্ধে উইনিং কম্বিনেশন কী বজায় রাখবেন গৌতম গম্ভীর-চন্দ্রকান্ত পন্ডিতরা? সম্ভাবনা তেমনই রয়েছে। উইনিং কম্বিনেশনেই এগোতে চলেছে কলকাতা।
আরও পড়ুন - কোন হিসেবে এখনও সুপার সিক্সে যাওয়ার আশা দেখতে পারেন লাল-হলুদ সমর্থকরা? জেনে নিন সমীকরণ
ওপেনিংয়ে শুরু করবেন ফিল সল্ট ও সুনীল নারাইন। হায়দরাবাদের বিরুদ্ধে দুরন্ত অর্ধশতরান করেছিলেন সল্ট। এরপর তিন, চার ও পাঁচে যথাক্রমে ভেঙ্কটেশ আইয়ার, অধিনায়ক শ্রেয়াস আইয়ার ও নীতিশ রানা নামবেন। তিনজনেই চাইবেন বড় রান পেতে। ছয়ে নামবেন রমনদীপ সিং, যিনি গত ম্যাচে ভালো ব্যাটিং করেছিলেন।
এরপর সাত ও আটে রিঙ্কু সিং ও আন্দ্রে রাসেল ঝড় তোলার জন্য নামবেন। সানরাইজার্সের বিরুদ্ধে দুর্ধর্ষ ব্যাটিং করেছিলেন ও দুটি উইকেট নিয়েছিলেন রাসেল, যা তিনি বজায় রাখতে চাইবেন বেঙ্গালুরুর বিরুদ্ধেও।
আরও পড়ুন - কোন অঙ্কে আইএসএল লিগ শিল্ড জিতবে মোহনবাগান? জেনে নিন সমীকরণ
শেষে বোলিং বিভাগে নারাইনের সাথে স্পিন বিভাগ সামলাবেন বরুণ চক্রবর্তী। আর হর্ষিত রানা ও মিচেল স্টার্ককে বাড়তি ভূমিকা নিতে হবে এই ম্যাচে। হায়দরাবাদ ম্যাচে ভালো বোলিং করতে পারেননি স্টার্ক, যার জন্য সমালোচিত হয়েছিলেন তিনি। ফলে এই ম্যাচে ঘুরে দাঁড়াতে হবে অজি পেসারকে। প্রয়োজনে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে আর এক স্পিনার সুয়াস শর্মাকে খেলাতে পারে নাইট ম্যানেজমেন্ট।
ফিল সল্ট, সুনীল নারাইন, ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), নীতিশ রানা, রমনদীপ সিং, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, মিচেল স্টার্ক, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী।
ইমপ্যাক্ট প্লেয়ার - সুয়াশ শর্মা।