এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: প্রথম টেস্ট সেঞ্চুরিয়নে খেলবেন না বিরাট কোহলি। এমনই এক দুশ্চিন্তার সম্ভাবনা শোনা গিয়েছিল। কিন্তু প্রথম টেস্টের আগেই দলের সঙ্গে যোগ দিলেন বিরাট কোহলি। ২৬ ডিসেম্বর থেকে প্রথম টেস্ট। জোহানেসবার্গে ছিল টিম ইন্ডিয়া। শনিবারই জো’বার্গ থেকে সেঞ্চুরিয়নে পৌঁছে গিয়েছিলেন রোহিত, অশ্বিনরা। আজ থেকে শুরু হল বক্সিং ডে টেস্টের প্রস্তুতি। আর তাতে যোগ দিলেন বিরাট কোহলিও।
আরও পড়ুন: আগামী ১০ দিনের মধ্যেই ফের ব্যাট হাতে দেখা যাবে ধোনিকে! বড় আপডেট দিলেন চেন্নাইয়ের সিইও
তিনি ফেরার পরে জানা গিয়েছে যে মাঝের সময়ে বিরাট কোথায় গিয়েছিলেন?বোর্ডের এক নাম প্রকাশে অনিচ্ছুক আধিকারিক জানিয়েছিলেন, ‘‘দক্ষিণ আফ্রিকায় যাওয়ার জন্য ১৫ ডিসেম্বর দেশ ছাড়ে বিরাট। সেখানে গিয়ে তিন-চারটি অনুশীলন সেশনে ছিল বিরাট। তারপরে ১৯ ডিসেম্বর ও লন্ডনে যায়। পরের কয়েক দিন বিরাট লন্ডনেই ছিল। সেখান থেকে ফিরে দলের সঙ্গে যোগ দেয় বিরাট। রবিবার থেকে আবার ও অনুশীলন শুরু করবে।’’
রবিবার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টা থেকে অনুশীলন করার কথা ছিল ভারতের। সেই অনুযায়ী প্রস্তুতিতে নেমে পড়ে ভারতীয় দল। রবিচন্দ্রন অশ্বিন, শুভমন গিল, রোহিত শর্মা, বিরাট কোহলিরা ওয়ার্ম আপ করে নেন।