Photo- X
এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: ভারতের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্টে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) অস্ট্রেলিয়ার তরুণ ব্যাটার স্যাম কনস্টাসের সঙ্গে বিরাট কোহলির ঝামেলার কারণে আইসিসি তাকে শাস্তি দিতে পারে বলে অনুমান করা হচ্ছিল। বৃহস্পতিবার, খেলার প্রথম সেশনে কোহলিকে কনস্টাসের কাঁধে ধাক্কা দিতে দেখা যায়।
যদিও নিষিদ্ধ হওয়ার হাত থেকে তিনি রেহাই পেয়েছেন, কিন্তু ম্যাচ ফি-র ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। অস্ট্রেলিয়ার ইনিংসের ১০ম ও ১১তম ওভারের মধ্যবর্তী সময়ে কনস্টাস এবং উসমান খাওয়াজা প্রান্ত পরিবর্তন করছিলেন। সেই সময় কোহলি তরুণ ব্যাটারের দিকে এগিয়ে যান এবং ধাক্কা লাগে। প্রাক্তন অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিং, যিনি সেই সময়ে মাইক্রোফোনে ছিলেন, ঘটনাটিকে "ইচ্ছাকৃত সংঘাত" বলে মন্তব্য করেন। তবে রিপ্লেতে অন্য চিত্র দেখা যায়। কোহলির হাঁটার পথ সম্পর্কে তিনি সচেতন ছিলেন, কিন্তু কনস্টাস নিজের গ্লাভস ঠিক করার সময় মাথা নিচু করে অসাবধানতাবশত কোহলির সঙ্গে ধাক্কা খান।
ম্যারিলেবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) নিয়ম অনুযায়ী, "ইচ্ছাকৃত এবং অনুপযুক্ত শারীরিক সংস্পর্শ" লেভেল ২ অপরাধের মধ্যে পড়ে। এটি এমসিসি-র আইন ৪২.১-এর অন্তর্গত – "অগ্রহণযোগ্য আচরণ"। তবে কোহলিকে নিষিদ্ধ করা না হওয়ায় ভারতীয় দলের জন্য এটি অবশ্যই স্বস্তির বিষয়।
সূত্রের খবর অনুযায়ী, এক আইসিসি আধিকারিক জানিয়েছেন, "এখন ম্যাচ রেফারি এবং আম্পায়ারদের ফুটেজ পর্যালোচনা করে সিদ্ধান্ত নিতে হবে। তারা যুক্তিপ্রদানের জন্য সংশ্লিষ্ট খেলোয়াড়দের ডাকতে পারেন।"
অন্যদিকে, কনস্টাস বলেছেন, "মাঠে যা ঘটে, তা সেখানেই শেষ হয়। আমি প্রতিযোগিতা উপভোগ করি এবং এমন ভরা স্টেডিয়ামে অভিষেকের চেয়ে ভালো কিছু হতে পারে না।"