এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শুক্রবার আইএসএলে কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে ওড়িশা এফসির বিরুদ্ধে খেলতে হবে মহামেডান স্পোর্টিং ক্লাবকে। লিগ টেবিলের শেষে থাকা সাদা-কালো ব্রিগেডের কাছে মোটিভেশন হল ভালো ফুটবল খেলে জয়ের রাস্তায় ফেরা। তবে সের্জিও লোবেরার ওড়িশা এফসি শেষ ৫ ম্যাচে অপরাজিত, ফলে কাজটা সহজ হবে না মহামেডানের জন্য।
তবে প্রত্যয়ের কথাই শোনা গেল মহামেডান হেড কোচ আন্দ্রে চেরনিশভের মুখে। সাংবাদিক বৈঠকে এসে সের্জিও লোবেরার প্রশংসা করে চেরনিশভ বলেছেন, "ওড়িশা খুব ভালো দল, ওদের কোচ (সের্জিও লোবেরা) অত্যন্ত বড় মাপের একজন কোচ। ওরা শুরুটা হয়ত ভালো করেনি। ওরা বল নিয়ন্ত্রণে রেখে খেলতে পছন্দ করে, আমাদের মতই। আজ অনুশীলনে আমি ফুটবলারদের সাথে এই নিয়ে কথা বলব এবং বোঝাব আমাদের কী করতে হবে। আমাদের শৃঙ্খলার সাথে, লড়াই করে ভালো ফুটবল খেলতে হবে।"
এদিকে কেরালার বিরুদ্ধে হারের পর কীভাবে ফুটবলারদের মোটিভেট করেছেন চেরনিশভ, সে নিয়ে রাশিয়ান প্রশিক্ষক বলেছেন, "কেরালার বিরুদ্ধে আমাদের একটা ভুলে খেলা ঘুরে যায় এবং আমাদের মোটিভেশন শেষ হয়ে যায়। ছেলেরা প্রথমার্ধে ভালো খেলেছিল, কিন্তু আমাদের ৬৫-৭০ মিনিট ভালো খেললে হবে না, ১০০ মিনিট ভালো খেলতে হবে। এবার ঘরের মাঠে ওড়িশার বিরুদ্ধে জিততে হবে।"
এদিকে চেরনিশভ জানালেন, ডিফেন্ডার গৌরব বোরা ফিজিওর সাথে আলাদা করে অনুশীলন করছেন। এদিকে কার্ড সমস্যা কাটিয়ে ফিরছেন মহম্মদ ইরশাদ। যদিও জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে নতুন ফুটবলার আনা নিয়ে কিছু বলতে চাননি মহামেডান হেড স্যার
চেরনিশভের সাথে সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন ডিফেন্ডার জো জোহেরলিয়ানা। তিনি বলেছেন, "দলটা এখন খারাপ জায়গায় রয়েছে, তবে আমাদের নিজেদের শুধরাতে হবে এই জায়গা থেকে এবং এটাই আমাদের মোটিভেশন ওড়িশা ম্যাচের জন্য।"