এক্সট্রা টাইম বাংলা ওয়েব ডেস্ক: মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের (এমসিজি) নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে, কারণ ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে চতুর্থ টেস্টের চতুর্থ দিনের খেলার সময় একজন পিচ ইনভেডার মাঠে প্রবেশ করে।
‘ফ্রি ইউক্রেন’ লেখা একটি টি-শার্ট পরা ওই ব্যক্তি প্রথমে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার দিকে ছুটে যায়, তবে পরে তার মনোযোগ ঘুরিয়ে বিরাট কোহলির দিকে যায়।
নাটকীয়ভাবে, ওই অনুপ্রবেশকারী কোহলির কাঁধে হাত রাখে। কোহলিও ভক্তের প্রতি বন্ধুত্বপূর্ণ আচরণ করে তার কাঁধে হাত রাখেন। পরে নিরাপত্তাকর্মীরা দ্রুত মাঠে এসে অনুপ্রবেশকারীকে সরিয়ে দেয়। এই ঘটনার জন্য খেলা কিছুক্ষণের জন্য বন্ধ ছিল।