দুবাইতে বেশি সুবিধা পাচ্ছে ভারত! চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি নিয়ে ক্ষোভ প্রকাশ ডেভিড মিলারের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর সূচির নিয়ে এবার ক্ষোভ প্রকাশ ডেভিড মিলারের। হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন করে আইসিসি। ভারত তাদের সব ম্যাচ দুবাইয়ে খেলেছে। যে কারণে ভারতের সঙ্গে ম্যাচ খেলার জন্য দলগুলিকে পাকিস্তান থেকে উড়ে দুবাই আসতে হয়েছে, বা দুবাই থেকে উড়ে যেতে হয়েছে পাকিস্তানে।
আর এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের এমন সূচির নিয়ে এবার ক্ষোভ প্রকাশ ডেভিড মিলারের। তিনি এরকম সূচির জন্য আইসিসি-র তীব্র সমালোচনা করেছেন। সেমি ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হারের পর মিলার বলেন, "১ ঘণ্টা ৪০ মিনিটের ফ্লাইট, কিন্তু আমাদের যেভাবে যাতায়াত করতে হয়েছে, তা মোটেও আদর্শ ছিল না। একটি ম্যাচ খেলার পরে পরদিন অনেক সকালে আমাদের উড়ে যেতে হয়েছিল। তারপর আমরা বিকেল ৪ টের সময়ে দুবাইতে পৌঁছেছিলাম। এবং পরের দিন সকাল ৭:৩০ টায় আমাদের আবার ফিরে আসতে হয়েছিল। এটি মোটেও ভালো বিষয় নয়। আমরা হয়তো ৫ ঘন্টা ফ্লাই করেছি, এবং আমাদের রিকোভারি করার এবং সুস্থ হওয়ার জন্য যথেষ্ট সময়ও ছিল, তবে এটি কখনও একটি ম্যাচ খেলার আদর্শ পরিস্থিতি হতে পারে না।"
ডেভিড মিলার কিন্তু ফাইনালে এগিয়ে রাখছেন নিউজিল্যান্ডকেই। পাশাপাশি তিনি নিউজিল্যান্ডকেই সমর্থন করবেন বলে জানিয়েছেন। মিলার বলেছেন, "সত্যি কথা বলতে, আমি সম্ভবত নিউজিল্যান্ডকেই সমর্থন করব।"