বুড়ো হাড়ের ভেলকি! শচীনের ছয়-চার দেখুন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: ৫০ পেরিয়েও যেন তিনি ২০ বছরের তরতাজা যুবক। ইন্টারন্যাশনাল মাস্টার্স টি-২০ লিগে মাস্টার ব্লাস্টার্স খেললেন ঝোড়ো ইনিংস। ৩৩ বলে ৬৪ রানের ইনিংস খেলেন শচীন।
অস্ট্রেলিয়ার দেওয়া ২৭০ রানের লক্ষ্য তাড়া করতে নামে ভারত। প্রথম থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্যাট করেন শচীন। তবে মাস্টার্স ব্লাস্টার্স ছাড়া সেভাবে কেউই ভারতের হয়ে রান করতে পারেননি। ৩৩ বলে ৬৪ রানের ইনিংস খেলেন শচীন। তবে এরপরেও শেন ওয়াটসনদের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিততে ব্যর্থ হয় ইন্ডিয়া মাস্টার্স।
????????????????????????, ????????????????????????, ????????????????????????????????????????????! ????
— INTERNATIONAL MASTERS LEAGUE (@imlt20official) March 5, 2025
Sachin Tendulkar turns back the clock with a sensational 5️⃣0️⃣! ????#IMLT20 #TheBaapsOfCricket #IMLonJioHotstar #IMLonCineplex pic.twitter.com/Y4uVIeXY21
ম্যাচ জিততে না পারলেও শচীন টেন্ডুলকার আবারও প্রমাণ করলেন কেন তাঁকে ক্রিকেটের ঈশ্বর বলা হয়। মাত্র ২৭ বলে নিজের হাফ-সেঞ্চুরি হাঁকালেন শচীন। ৫১ বছর বয়সেও তাঁর বিধ্বংসী ব্যাটিং দেখে ক্রিকেটপ্রেমীরা অবাক হয়ে গিয়েছেন। শচীন ছাড়া অবশ্য কেউ বড় রান করতে পারেননি। এদিনের ম্যাচ হারলেও পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে শচীনের ইন্ডিয়া মাস্টার্স।