কীভাবে মুম্বই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস পৌঁছাতে পারে শেষ চারে? জানুন সমীকরণ

Photo-X
এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ যথারীতি জমে উঠেছে আইপিএল ২০২৫-এর লিগ পর্ব। গুজরাট টাইটান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পাঞ্জাব কিংস ইতিমধ্যেই প্লে-অফ নিশ্চিত করে ফেলেছে। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হেরে লখনউ সুপারজায়ান্টস ছিটকে যাওয়ার পর চতুর্থ ও শেষ প্লে-অফ স্থানের জন্য লড়াইটা এখন মুম্বই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস-এর মধ্যে।
মুম্বই ইন্ডিয়ান্সঃ সুবিধাজনক স্থানে, তবে সচেতন থাকতে হবে
১২ ম্যাচে ১৪ পয়েন্ট ও +১.১৫৬ নেট রান রেট নিয়ে মুম্বই বর্তমানে চতুর্থ স্থানে। তাদের বাকি দুটি ম্যাচ পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। দুটি ম্যাচেই জয় পেলে তারা ১৮ পয়েন্টে পৌঁছে প্লে-অফ নিশ্চিত করে ফেলবে এবং এমনকি শীর্ষ দুইতেও থাকতে পারে। তবে একটি ম্যাচ হারলে সমস্যায় পড়তে পারে, বিশেষ করে যদি সেই হার দিল্লির বিরুদ্ধে হয়। তখন তাদের নেট রান রেট এবং অন্যান্য ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করতে হতে পারে।
দিল্লি ক্যাপিটালস: ধারাবাহিকতার খোঁজে
১২ ম্যাচে ১৩ পয়েন্ট ও +০.২৬০ নেট রান রেট নিয়ে দিল্লি বর্তমানে পঞ্চম স্থানে,। তাদের পরবর্তী দুটি ম্যাচ পাঞ্জাব কিংস ও মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। দুটি ম্যাচেই জয় পেলে তারা ১৭ পয়েন্ট নিয়ে প্লে-অফে পৌঁছে যাবে। তবে একটি ম্যাচ হারলে তাদের ভাগ্য নির্ধারিত হবে অন্য ম্যাচের ফলাফল ও নেট রান রেটের উপর। বিশেষ করে মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই ম্যাচ জিতলে দিল্লি ক্যাপিটালসের শুধু নিজেদের পয়েন্টই বাড়াবে না, মুম্বইয়ের প্লে-অফ যাত্রাতেও বাধা দেবে।
মে ২১: দিল্লি ক্যাপিটালস বনাম পাঞ্জাব কিংস
মে ২২: মুম্বই ইন্ডিয়ান্স বনাম দিল্লি ক্যাপিটালস
এই দুই ম্যাচই নির্ধারণ করে দেবে চতুর্থ প্লে-অফ স্থানের ভাগ্য। শুধু জয়ই নয়, দলের নেট রান রেট উন্নত করাও হবে সমান গুরুত্বপূর্ণ। শেষ পর্বে উত্তেজনা তুঙ্গে, আর সমর্থকরা প্রস্তুত থাকুন রোমাঞ্চকর ক্রিকেটের সাক্ষী হতে।