ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সাথে মধুর লড়াই ছিল আমার! বার্তা লিওনেল মেসির

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আধুনিক ফুটবলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও লিওনেল মেসির দ্বৈরথ ইতিহাস হয়ে থাকবে। রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার হয়ে হোক বা দেশের জার্সিতে, দুই মহাতারকা গত ১৫ বছর ধরে একে অপরকে কঠিন থেকে কঠিনতম চ্যালেঞ্জ ছুঁড়েছেন। আর এই লড়াই নিয়েই স্মৃতিচারণ করলেন মেসি।
ফরাসি ম্যাগাজিন লে একুইপের সাথে একান্ত সাক্ষাৎকারে মেসি বলেছেন, "ক্রীড়াগত দিক থেকে, আমাদের মধ্যে লড়াইটা মধুর ছিল। আমরা একে অপরকে কঠিন চ্যালেঞ্জ ছুঁড়েছি কারণ আমরা দুজনেই প্রচন্ড লড়াকু। রোনাল্ডোও, আমার মতো, সব কিছু জিততে চাইতেন, সব সময়। আমাদের দুজনের জন্য এবং যারা ফুটবলকে ভালোবাসে, তাদের জন্য সেই সময়টা দুর্দান্ত ছিল।"
এরপর মেসি বলেছেন, "আমার মনে হয় আমাদের অনেক বেশি কৃতিত্ব পাওয়া উচিত যেহেতু এত দিন ধরে আমরা শীর্ষে থেকেছি। শীর্ষে পৌঁছনো সহজ, কিন্তু সেখানে থাকাটা কঠিন। আর আমরা শীর্ষে গত ১০-১৫ বছর ধরে রয়েছি। এই পর্যায়ে থাকাটা খুবই কঠিন, আর এটি অসাধারণ। আমার মনে হয় যারা আমাদের খেলাকে যারা নিয়মিত ফলো করেন তাদের জন্য দারুণ স্মৃতি হয়ে থাকবে।"