তৃণমূলের উপর মহলের নির্দেশ মোহনবাগান নির্বাচনে টুটু-সৃঞ্জয়কে জেতাতে হবে? মন্ত্রী অরূপ রায় কী কী বললেন

এক্সট্রা টাইম বাংলা ওয়েব ডেস্ক: মোহনবাগান ক্লাবের আসন্ন নির্বাচন ঘিরে উত্তেজনা তুঙ্গে। একদিকে ক্লাবের বর্তমান সচিব দেবাশিস দত্ত, অন্যদিকে টুটু বসুর সমর্থনে দাঁড়িয়েছেন সৃঞ্জয় বসু। ঠিক এই আবহে, টুটু-সৃঞ্জয় প্যানেলকে প্রকাশ্যে সমর্থন জানাল তৃণমূল কংগ্রেস।
শনিবার হাওড়ার মধ্য হাওড়া তৃণমূল কার্যালয়ে ক্লাবের শতাধিক সদস্যদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক ডাকেন রাজ্যের মন্ত্রী ও হাওড়া জেলা তৃণমূল সভাপতি অরূপ রায়। তিনি স্পষ্ট জানিয়ে দেন, “নেত্রীর নির্দেশে এবার আমরা সকলে টুটু বসু ও সৃঞ্জয় বসুর পক্ষে প্রচারে ঝাঁপিয়ে পড়ব। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তাঁদের জন্য প্রচার করতে হবে।”
তিনি আরও জানান, মোহনবাগান ক্লাব পরিচালনার দায়িত্ব পুনরায় টুটু বসুদের হাতে তুলে দিতে চায় দল। তাঁর কথায়, “টুটুদার ক্লাবের জন্য অবদান অনস্বীকার্য। তাই এবার তাঁরা ক্লাব পরিচালনায় ফিরলে আরও ভালো হবে। হাওড়ার ভোটাররা যাতে একযোগে তাঁদের প্যানেলকে ভোট দেন, সেই লক্ষ্যে আমরা এখন থেকেই প্রস্তুতি নিচ্ছি।”
বৈঠকে উপস্থিত ছিলেন ক্লাবের আর এক সহ-সভাপতি অসিত চট্টোপাধ্যায় ও প্রাক্তন ফুটবলার বলাই দে-সহ আরও অনেকে।
এই প্রসঙ্গে প্রতিক্রিয়া জানতে চাইলে দেবাশিস দত্ত বলেন, “অরূপদা ক্লাবের সহ-সভাপতি, কিন্তু তিনি ক্লাবের সাম্প্রতিক সাফল্যের প্রেক্ষিতে কিছু বলেননি, বলেছেন রাজনৈতিক দলের নির্দেশে। আমি শুধু এটুকুই বলতে পারি, আমার সঙ্গে উচ্চ নেতৃত্বের আশীর্বাদ রয়েছে। টুটুদার অবদান আছে, কিন্তু তিনিই তো দাঁড়াচ্ছেন না, দাঁড়াচ্ছেন সৃঞ্জয়। ক্লাবে কার অবদান বেশি, সেটা সদস্য-সমর্থকেরা ঠিক করবেন।”