ক্রিকেটের ডার্বিতে জয়ী মোহনবাগান

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ শনিবার ২০২৪-২৫ জে.সি.মুখার্জি, টি ২০ ট্রফি টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে ৯ রানে পরাজিত করল মোহনবাগান।
দেশবন্ধু পার্ক মাঠে প্রথমে ব্যাট করে মোহনবাগান ১৯.২ ওভারে ১০ উইকেট হারিয়ে ১৫৩ রান করে। মোহনবাগানের হয়ে সৌরভ হালদার ৩২ বলে ৪০ রান করেন। ইস্টবেঙ্গল ক্লাবের কনিষ্ক শেঠ ৪ উইকেট নেন।
এর জবাবে ইস্টবেঙ্গল ২০ ওভারে ৯ উইকেটে ১৪৪ রান করে। ইস্টবেঙ্গলের হয়ে অভিষেক দাস ৩১ বলে ৩৪ রান করেন। মোহনবাগানের অনুরাগ তিওয়ারি, প্রদীপ কুমার ও এস. যাদব ২ টি করে উইকেট অর্জন করেন।
৯ রানে কোয়ার্টার ফাইনালে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে জয় ছিনিয়ে নেয় মোহনবাগান। ম্যাচের সেরা নির্বাচিত হন মোহনবাগানের সৌরভ হালদার।