বিসিসিআই সদর দফতরে ‘10000 Gavaskar’ বোর্ডরুমে সম্মানিত হলেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ভারতের প্রাক্তন ক্রিকেট মহাতারকা সুনীল গাভাস্কারকে বিশেষ সম্মানে সম্মানিত করল বিসিসিআই। মুম্বইয়ে বিসিসিআই সদর দফতরে তাঁর নামে একটি বিশেষ বোর্ড রুমের নামকরণ করা হয়েছে। এই শ্রদ্ধা জানানো হয়েছে গাভাস্কারের ঐতিহাসিক কৃতিত্বের উদ্দেশ্যে, যিনি বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে টেস্ট ক্রিকেটে ১০,০০০ রানের মাইলফলক স্পর্শ করেছিলেন।
সুনীল গাভাস্কারকে ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা ব্যাটারদের অন্যতম হিসেবে বিবেচনা করা হয়। ১৯৭১ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে ভারতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করেন তিনি। গাভাস্কার তাঁর শান্ত মেজাজ, টেকসই রক্ষণ এবং বিশ্বের দ্রুততম বোলারদের বিরুদ্ধে আত্মবিশ্বাসী ব্যাটিংয়ের জন্য প্রসিদ্ধ ছিলেন।
গাভাস্কার ইতিহাস গড়েছিলেন যখন তিনি প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে ১০,০০০ রান পূর্ণ করেন। এটি এমন একটি রেকর্ড যা দীর্ঘ সময় ধরে অনন্য মাইলফলক হিসেবে বিবেচিত হয়েছে।
বিসিসিআই-এর তরফে শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায়, গাভাস্কার নিজে উপস্থিত থেকে উদ্বোধন করেন ওই বোর্ডরুমের, যেখানে তাঁর সঙ্গে ছিলেন বিসিসিআই সভাপতি রজার বিনি, সহ সভাপতি রাজীব শুক্লা এবং সচিব দেবজিত সাইকিয়া।
এই বোর্ডরুমের নাম রাখা হয়েছে ‘10000 Gavaskar’, যা গাভাস্কারের ঐতিহাসিক রানের কৃতিত্বকে স্মরণ করিয়ে দেবে।
বিসিসিআই-এর এই সম্মান শুধুমাত্র পরিসংখ্যানের স্বীকৃতি নয়, এটি গাভাস্কারের এনে দেওয়া শৃঙ্খলা, মূল্যবোধ ও শৈলীরও উদযাপন। অনুষ্ঠানে আবেগঘন মুহূর্তে গাভাস্কার বিসিসিআই এবং ভক্তদের দীর্ঘসময়ের সমর্থনের জন্য আন্তরিক ধন্যবাদ জানান।