অবশেষে আইপিএলে জায়গা পেলেন এই বাংলাদেশি, আসছেন বিপুল অর্থের বিনিময়ে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : অবশেষে আইপিএল ২০২৫ এ সুযোগ পেলেন একজন বাংলাদেশের ক্রিকেটার। তারকা বাঁ হাতি পেসার মুস্তাফিজুর রহমানকে সই করাল দিল্লি ক্যাপিটালস। বুধবার দিল্লি ক্যাপিটালসের তরফ থেকে জানানো হয়, অস্ট্রেলিয়ান ওপেনার জেক ফ্রেজার-ম্যাকগার্ক ব্যক্তিগত কারণে সরে গিয়েছেন, আর তার বদলি হিসেবে মুস্তাফিজুরকে সই করানো হয়েছে।
যদিও ম্যাকগার্কের মূল্যেই মুস্তাফিজুরকে নিতে হয়েছে দিল্লিকে, অর্থাৎ ৬ কোটি টাকায়। যদিও পরের মরশুমে আবারও নিলামে আসতে হবে মুস্তাফিজুরকে, কারণ বিসিসিআইয়ের নতুন নিয়ম অনুযায়ী এই সময়ে ফ্র্যাঞ্চাইজিগুলি যে বদলি নেবে, সেই বদলি ক্রিকেটারদের পরের মরশুমে ধরে রাখতে পারবে না তারা।
মুস্তাফিজুর আসায় এই মুহুর্তে তিনজন বাঁ হাতি পেসার রয়েছে দিল্লি দলে, রয়েছেন মিচেল স্টার্ক ও টি নটরাজন। তবে স্টার্ক খেলতে আসবেন কিনা, সে নিয়ে জল্পনা রয়েই গিয়েছে।
আইপিএলে প্রচুর অভিজ্ঞতা রয়েছে মুস্তাফিজুরের। এই দিল্লি ক্যাপিটালসের হয়ে ২০২২ ও ২০২৩ মরশুমে খেলেছেন তিনি। ৫৭টি আইপিএল ম্যাচে ৬১টি উইকেট নিয়েছেন তিনি।