আইপিএল পুনরায় শুরুর প্রাক্কালে এই স্টেডিয়ামে বোম মেরে উড়িয়ে দেওয়ার হুমকি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আগামী শনিবার থেকে পুনরায় শুরু হচ্ছে আইপিএল ২০২৫। পুনর্নির্ধারিত সূচিতে ৩টি ম্যাচ হবে জয়পুরের সোয়াই মানসিং স্টেডিয়ামে। তবে এই স্টেডিয়ামে আবারও আসল বোম মেরে উড়িয়ে দেওয়ার হুমকি। তাও একবার নয়, তিনবার।
গত ৮ ও ১২ মে রাজস্থান ক্রীড়া সংসদের কাছে জয়পুরের স্টেডিয়াম উড়িয়ে দেওয়ার হুমকির ইমেল এসেছিল। এবার, গত মঙ্গলবার দুপুরে আরও একটি মেল আসে। সেই মেল পেয়ে গোটা স্টেডিয়াম তল্লাশি করে স্থানীয় পুলিশ, যদিও কিছুই পাওয়া যায়নি বলে জানা গিয়েছে।
এই নিয়ে রাজস্থান রাজ্য ক্রীড়া সংসদের মুখ্যকর্তা নীরজ কে পবন জানিয়েছেন, স্টেডিয়ামের নিরাপত্তাকে আঁটসাট করে দেওয়া হবে। এই মাঠে রাজস্থান রয়্যালস মুখোমুখি হবে পাঞ্জাব কিংসের। এছাড়া পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংস বনাম মুম্বাই ইন্ডিয়ান্সের খেলাও হবে।