কার্লো আনসেলোত্তিকে ব্রাজিলের কোচ হিসেবে মানতে পারছেন না স্বয়ং দেশের রাষ্ট্রপতি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : গত সোমবার ব্রাজিলের কোচ হিসেবে ঘোষিত হয়েছেন ইতালীয় প্রশিক্ষক কার্লো আনসেলোত্তি। কিন্তু কিংবদন্তি এই কোচকে ব্রাজিলের দায়িত্বে চান না স্বয়ং ব্রাজিলের রাষ্ট্রপতি লুলা ডি সিলভা। চীনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে লুলা জানান, জাতীয় দলের কোচের পদে বিদেশি প্রশিক্ষকের প্রয়োজন নেই।
এই নিয়ে লুলা বলেছেন, "সত্যি বলতে গেলে, কোচ বিদেশি হওয়ায় আমার তার বিরুদ্ধে কোনো ক্ষোভ নেই। তবে আমি যেটা মনে করি, তা হল, জাতীয় দলকে পরিচালনা করার মতো কোচ আমাদের ব্রাজিলে আছে।"
তবে আনসেলোত্তি বড় মাপের কোচ, সেটি স্বীকার করেছেন লুলা। তিনি বলেছেন, "আশা করি তিনি ব্রাজিল দলকে সাহায্য করতে পারবেন। উনি একজন গ্রেট টেকনিশিয়ান। তবে আমাদের প্রথমে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে হবে, তারপর সম্ভব হলে বিশ্বকাপ জিততে হবে।"
গত ৬০ বছরে এই প্রথমবার ব্রাজিলের কোচের দায়িত্বে কোনও বিদেশি এসেছেন। এর আগে ১৯৬৫ সালে প্রথম বিদেশি হিসেবে ব্রাজিলের কোচের দায়িত্ব নিয়েছিলেন আর্জেন্টিনার ফিলপো নুনেজ। যদিও একটি ম্যাচের জন্য ব্রাজিলের দায়িত্ব নেন। প্রথমবার বিদেশি কোচ হিসেবে র্যামন প্লাতেরো ১৯২৫ সালের কোপা আমেরিকায় ব্রাজিলের দায়িত্ব নিয়েছিলেন। এরপর ১৯৪৪ সালে পর্তুগিজ কোচ জোরেকার অধীনে উরুগুয়ের বিরুদ্ধে দুটি প্রীতি ম্যাচ খেলে ব্রাজিল।