"দেশে যুদ্ধের মতো পরিস্থিতি, তাই আইপিএল স্থগিত করা ছাড়া উপায় ছিল না", মন্তব্য সৌরভ গঙ্গোপাধ্যায়ের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ভারত-পাকিস্তান সীমান্তে চলমান উত্তেজনার প্রেক্ষিতে ২০২৫ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ স্থগিত করার বিষয়ে প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছেন, “দেশে এখন যুদ্ধের মতো পরিস্থিতি, বিসিসিআইয়ের এই সিদ্ধান্ত নেওয়া ছাড়া আর কোনও উপায় ছিল না।”
তিনি বলেন, “বিভিন্ন ভারতীয় ও বিদেশি খেলোয়াড়রা আইপিএলের সঙ্গে যুক্ত। পরিস্থিতি বিবেচনা করে বিসিসিআই এই সিদ্ধান্ত নিয়েছে। আমরা আশা করি টুর্নামেন্ট খুব তাড়াতাড়ি আবার শুরু হবে, কারণ এখন খুব গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে আইপিএল,” ANI-কে দেওয়া এক সাক্ষাৎকারে জানান সৌরভ। তিনি আরও বলেন, “বিশেষ করে ধর্মশালা, চণ্ডীগড়, দিল্লি, রাজস্থান, ও জয়পুর- এই জায়গাগুলোতে ঝুঁকি ছিল।”
এদিকে, ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার মাইকেল ভন এক টুইটে আইপিএল নিয়ে একটি প্রস্তাব দেন। তিনি লেখেন, “আইপিএল যদি ভারতে শেষ করা না যায়, তাহলে কি যুক্তরাজ্যে শেষ করা সম্ভব? আমাদের সব ভেন্যু আছে এবং ভারতীয় খেলোয়াড়রাও টেস্ট সিরিজের আগে এখানেই থাকতে পারবেন। শুধুমাত্র একটি ভাবনা...”
এর আগে মাসের শুরুতেই, বিসিসিআই নিশ্চিত করেছিল যে ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার কারণে ১৮তম আইপিএল আসর স্থগিত করা হয়েছে। টুর্নামেন্টের বাকি অংশ এক সপ্তাহের জন্য স্থগিত রাখা হয়েছে।
বৃহস্পতিবার ধর্মশালার এইচপিসিএ স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংসের মধ্যেকার ম্যাচটি নিরাপত্তাজনিত কারণে বাতিল করা হয়। ম্যাচ চলাকালীন স্টেডিয়ামের ফ্লাডলাইট বন্ধ হয়ে যায়। বিসিসিআই-এর আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমল জানান, “জম্মুতে জারি করা রেড অ্যালার্টের পরিপ্রেক্ষিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”