কলকাতা সহ এই চার শহরে আইপিএলের বাকি ম্যাচ আয়োজনের পরিকল্পনা চলছে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এক সপ্তাহ পর কি আদৌ আইপিএল ২০২৫ এর বাকি ১৭টি ম্যাচ আয়োজন করা সম্ভব হবে বিসিসিআইয়ের পক্ষে? সেক্ষেত্রে বিকল্প ভাবনা ভেবেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। শুক্রবার আইপিএল নিয়ে বিশেষ বৈঠকে আপাতত সিদ্ধান্ত নেওয়া হয়েছে, হায়দরাবাদ, চেন্নাই ও বেঙ্গালুরুতে লিগ পর্বের বাকি ১৩টি ম্যাচ আয়োজন করা হবে। এছাড়া প্লেঅফসের ৪টি ম্যাচের ভেন্যুতে পরিবর্তন হবে না, যা হায়দরাবাদ ও কলকাতায় হওয়ার কথা রয়েছে।
কলকাতা সহ এই তিনটি শহরে আইপিএলের বাকি ম্যাচ আয়োজন করার অন্যতম কারণ, পাকিস্তানের বিরুদ্ধে সংঘর্ষের আঁচ এতদুর আসবে না। তবে পুনরায় আইপিএল শুরু করার ক্ষেত্রে অন্যতম কঠিন বিষয় হল বিদেশি খেলোয়াড়দের ফিরিয়ে আনা। ইতিমধ্যেই প্রতিটা ফ্র্যাঞ্চাইজির খেলোয়াড়েরা যে যার মত বাড়ি ফিরতে শুরু করেছে। শনিবারের মধ্যে সকল বিদেশি খেলোয়াড় যে যার দেশে ফিরে যাবেন বলে খবর।
যদিও আইপিএল ২০২৫ এর দ্বিতীয় দফা শুরু হবে পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচ দিয়ে, যা গত বৃহস্পতিবার ধর্মশালায় স্থগিত হয়েছিল। যে জায়গা থেকে স্থগিত হয়েছিল, অর্থাৎ ১০.১ ওভার থেকে খেলা আবারও শুরু হবে।