"সোশ্যাল মিডিয়ায় অবসর...": রোহিত শর্মাকে মাঠে বিদায় না জানানোয় বিসিসিআইকে তুলোধোনা করলেন প্রাক্তন সতীর্থ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ভারতের হয়ে ৬৭টি টেস্ট খেলা এবং ২৪টি ম্যাচে অধিনায়কত্ব করা রোহিত শর্মা সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দেন, তিনি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে তার আর নেতৃত্ব দেওয়া হবে না—এই জল্পনার মাঝেই রোহিতের ঘোষণা আসে। তবে অনেকেই এই 'সোশ্যাল মিডিয়া অবসর'-এ বিসিসিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন, তার মধ্যে অন্যতম প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মনোজ তিওয়ারি।
"মাঠে খেলে অবসর নিলে আরও ভালো লাগত," মন্তব্য করেন তিওয়ারি। তিনি ক্রিকবাজ লাইভে বলেন, "রোহিত শর্মা যদি মাঠে শেষ টেস্ট খেলে অবসর নিত, তাহলে সেটাই হতো তার প্রাপ্য বিদায়। আমাদের সবার পক্ষেও সেটা ভালো লাগত।"
তিনি আরও বলেন, "টেস্ট অধিনায়ক হিসেবে রোহিতের রেকর্ড কিন্তু যথেষ্ট ভালো। ১২টি ম্যাচে জিতেছেন, ৯টিতে হেরেছেন এবং ৩টি ম্যাচ ড্র হয়েছে। সুতরাং, তার সাফল্যের হার নিয়ে কোনও সন্দেহ নেই।"
রোহিতের অবসর এসেছে এমন এক সময়ে, যখন সাম্প্রতিক দুই টেস্ট সিরিজে তার পারফরম্যান্সে পতন এসেছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে ০-৩ ব্যবধানে হোয়াইটওয়াশ এবং অস্ট্রেলিয়ার মাটিতে ১-৩ ব্যবধানে সিরিজ হার-এই দুটি সিরিজেই রোহিত ছিলেন অধিনায়ক, কিন্তু ব্যাট হাতে প্রত্যাশা পূরণ করতে পারেননি।
উল্লেখযোগ্যভাবে, অস্ট্রেলিয়া সফরে ভারতের একমাত্র জয় এসেছিল যেই ম্যাচে রোহিত খেলেননি, এবং নেতৃত্বে ছিলেন জসপ্রীত বুমরাহ। এই বিষয়টিও হয়তো রোহিতের অবসরের সিদ্ধান্তকে প্রভাবিত করেছে।
তবে, পরিসংখ্যান বলছে, রোহিত শর্মা টেস্ট ক্রিকেটে ভারতের দ্বিতীয় সর্বাধিক সফল অধিনায়ক, যদি অন্তত ১০টি ম্যাচে নেতৃত্ব দেওয়া অধিনায়কদের বিবেচনায় নেওয়া হয়।
মনোজ আরও বলেন, "রোহিত ড্রেসিংরুমে তরুণদের মধ্যে দারুণ জনপ্রিয় ছিলেন। আমরা বারবার শুনেছি, কিভাবে তরুণ ক্রিকেটাররা তাঁর নেতৃত্বে খেলতে পছন্দ করত। তারা প্রায়ই সাক্ষাৎকারে বলেছে—‘রোহিত শর্মার অধিনায়কত্বে খেলতে দারুণ লেগেছে।’"
এর কয়েক মাস আগেই, ভারতীয় ক্রিকেটের আরেক কিংবদন্তি, আর অশ্বিনও টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন নিরবেই। অস্ট্রেলিয়া সফরের মাঝেই অবসর ঘোষণা করেছিলেন তিনি, যেখানে তিনি মাত্র একটি ম্যাচ খেলেছিলেন।
রোহিতের অবসর ঘোষণার পরেই প্রশ্ন উঠছে, কে হবেন ভারতের পরবর্তী টেস্ট অধিনায়ক?