দেশের স্বার্থে এই বড় আত্মত্যাগ করলেন নীরজ চোপড়া

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই লড়ছে ভারতের সেনাবাহিনী। এই পরিস্থিতিতে গোটা দেশ যখন একজোট হয়েছেন, তখন দেশের সোনার ছেলে নীরজ চোপড়া করলেন এই আত্মত্যাগ। নিজের নামাঙ্কিত প্রতিযোগিতা 'নীরজ চোপড়া ক্লাসিক' অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেন তারকা এই জ্যাভেলিন থ্রোয়ার।
স্টেকহোল্ডারদের সাথে আলোচনা করে, অংশগ্রহণকারী অ্যাথলিটদের নিরাপত্তাকে মাথায় রেখে, শুক্রবার রাতে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘোষণা করা হয়েছে। আগামী ২৪ মে থেকে বেঙ্গালুরুতে শুরু হওয়ার কথা ছিল এই প্রতিযোগিতা। এই নিয়ে নীরজ বলেছেন, "এই সঙ্কটের সময় দেশের পাশে দাঁড়ানোই আমাদের সব থেকে বড় কর্তব্য। আমাদের প্রার্থনা এবং কৃতজ্ঞতা রয়েছে সেনাবাহিনীর জন্য। ওরাই এখন দেশের মুখ। পরিস্থিতি বিবেচনা করে সঠিক সময় নীরজ চোপড়া ক্লাসিকের নতুন সূচি প্রকাশিত হবে।"
বলা বাহুল্য, এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নিজের প্রিয় বন্ধু তথা প্যারিস অলিম্পিকে সোনাজয়ী পাকিস্তানের জ্যাভেলিন থ্রোয়ার আর্শাদ নাদিমকে আমন্ত্রণ জানানোর জন্য চরম সমালোচনার মুখে পড়েছিলেন নীরজ। এমনকি, নীরজের বাবা-মাকে নিয়েও বিষোদগার ছড়িয়ে পড়ে। যার পরে সোশ্যাল মিডিয়ায় যোগ্য জবাব দিয়েছিলেন নীরজ।