বিশ্বকাপে পদকের ঝড় তুললেন ভারতের তীরন্দাজরা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আবারও বিশ্বমঞ্চে দেশকে গর্বিত করলেন ভারতের তীরন্দাজরা। সাংহাইয়ে আয়োজিত তীরন্দাজি বিশ্বকাপ স্টেজ ২ এ শনিবার তিন বিভাগে পদক জিতেছে ভারতের তীরন্দাজরা। পুরুষদের কমপাউন্ড ইভেন্টে সোনা, মহিলাদের টিম ইভেন্টে রূপো এবং মিক্সড ইভেন্টে ব্রোঞ্জ জিতেছে ভারত।
পুরুষদের ইভেন্টের ফাইনালে মেক্সিকোর বিরুদ্ধে ২৩২-২২৮ ফলে জিতেছেন ভারতের অভিষেক ভর্মা, ওজাস দেওতালে ও ঋষভ যাদব। মহিলাদের দলগত কমপাউন্ড ফাইনালে মেক্সিকোর বিরুদ্ধে ২২১-২৩৪ ফলে হেরেছেন ভারতের জ্যোতি সুরেখা ভেন্নাম, মাধুরা ধামানগাওঁকার ও চিকিথা তানিপারথি। সব শেষে, মিক্সড কমপাউন্ড ইভেন্টের তৃতীয় স্থানের ম্যাচে মালয়েশিয়াকে হারায় ভারতের অভিষেক ভর্মা ও মাধুরা ধামানগাওঁকার।
২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে তীরন্দাজি ইভেন্টে নতুন করে আসছে এই কমপাউন্ড বিভাগ। যেভাবে ভারতীয় তীরন্দাজরা কমপাউন্ড আর্চারিতে আন্তর্জাতিক প্রতিযোগিতাগুলিতে সাফল্য পাচ্ছে, তাতে আসন্ন অলিম্পিকে ভারতের ঝুলিতে আরও অনেক পদক আসতে পারে।