বিরাট কোহলিকে অবসর না নেওয়ার জন্য এই বিশেষ পরিকল্পনা করেছে বিসিসিআই

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : রোহিত শর্মার পর এবার টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার চিন্তাভাবনা করছেন বিরাট কোহলি। যদিও এই বিষয়ে ঘোষণা করেনি, তবে বিসিসিআইকে ইতিমধ্যেই নিজের সিদ্ধান্তের বিষয়ে জানিয়েছেন কোহলি। তবে সুপারস্টার এই ব্যাটারকে ইংল্যান্ড সফরের মত গুরুত্বপূর্ণ সিরিজের আগে বিদায় দিতে চায় না বিসিসিআই।
এবার যা খবর, বিরাটকে অবসর নেওয়া থেকে আটকাতে তার সাথে আলোচনায় বসবে ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তারা, যার মধ্যে থাকবেন ভারতীয় ক্রিকেটের একজন প্রভাবশালী ব্যক্তিত্ব। এই বৈঠকটি হওয়ার কথা রয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ টেস্ট ম্যাচ সিরিজের দল নির্বাচনের আগে।
এর আগে যখন রোহিত শর্মা টেস্ট অধিনায়কত্ব ছাড়তে চেয়েছিলেন, তখন এভাবেই বিসিসিআই আলোচনায় বসে তার সিদ্ধান্তে পরিবর্তন এনেছিল। বোঝা যাচ্ছে, রোহিত শর্মার টেস্ট অবসরের আগেও হয়ত বোর্ড কর্তারা কথা বলেছেন, কিন্তু তাতে চিড়ে ভেজেনি। এবার কি বিসিসিআই পারবে বিরাটকে ধরে রাখতে?