টেস্ট অবসরের পর কী রাজনীতিতে রোহিত শর্মা? বাড়ছে জল্পনা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সদ্য টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা। আর তারপরেই রোহিতের একটি ছবিকে ঘিরে জল্পনা শুরু হয়েছে, তিনি হয়ত রাজনীতিতে আসতে পারেন। কিন্তু কেন বাড়ল এই জল্পনা?
মঙ্গলবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের বাড়ি গিয়েছিলেন রোহিত শর্মা। সেখানে ভারত অধিনায়ককে ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানা ফড়নবিশ। নিজের সোশ্যাল মিডিয়ায় রোহিতের সাথে ছবি শেয়ার করে মুখ্যমন্ত্রী লিখেছেন, "আমার সরকারি বাসভবনে রোহিত শর্মার সঙ্গে দেখা করলাম। কথা হল ওনার সঙ্গে, দারুণ লাগল। সদ্য টেস্ট থেকে অবসর নিয়েছেন রোহিত। ওনার পরবর্তী যাত্রার জন্য শুভেচ্ছা রইল।"
যদিও রোহিতকে আমন্ত্রণ জানিয়েছিলেন দেবেন্দ্র ফড়নবিশ, তবে এই ছবি সামনে আসতেই জল্পনা শুরু হয়ে যায় হিটম্যানের রাজনীতিতে আসার। সোশ্যাল মিডিয়ায় অনেকেই বলছেন, 'বিজেপিতে যোগ দিচ্ছেন তিনি।' কেউ কেউ তো মজার ছলে বলেই দিচ্ছেন, 'রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী।'