"শুভমান গিলের কাঁধে টেস্ট অধিনায়কত্ব চাপিয়ে দেবেন না": বিশ্বকাপজয়ী ক্রিকেটারের হুঁশিয়ারি বিসিসিআইকে

Photo- X
এক্সট্রা টাইম ওইয়েব ডেস্কঃ ভারতীয় টেস্ট ক্রিকেটের নতুন অধ্যায় শুরু হতে চলেছে, আর ঠিক সেই মুহূর্তে বিসিসিআইয়ের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে নেতৃত্ব নির্বাচন। রোহিত শর্মা, বিরাট কোহলি এবং রবিচন্দ্রন অশ্বিনের মতো অভিজ্ঞ তারকারা টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন। পরবর্তী প্রজন্মের ক্রিকেটারদের উপর এসে পড়েছে এই তারকাদের জায়গা পূরণের কঠিন দায়িত্ব। নেতৃত্বের দিক থেকে, শীর্ষে নাম রয়েছে শুভমান গিলের, কিন্তু প্রাক্তন বিশ্বকাপজয়ী তারকা কৃষ্ণমাচারি শ্রীকান্ত মনে করছেন, এখনই তাঁকে অধিনায়কত্ব দেওয়া অনুচিত।
শ্রীকান্ত মনে করেন, গিল এখনও ভারতের টেস্ট একাদশে নিশ্চিত সদস্য নন, তাই তাঁর কাঁধে নেতৃত্বের দায়িত্ব চাপানো ঠিক নয়। তাঁর মতে, এই মুহূর্তে সেরা বিকল্প হচ্ছেন জসপ্রিত বুমরাহ।
শ্রীকান্ত বলেন, "এখন টেস্টে প্রস্তুত অধিনায়ক কে? শুভমান গিল? আমি মনে করি না সে এখনও নিশ্চিত সদস্য। আপনি তো কেএল রাহুল বা ঋষভ পন্থকেও অধিনায়ক বানাচ্ছেন না। সেক্ষেত্রে আপনি বুমরাহকে অধিনায়ক করুন। যে টেস্টে বুমরাহ খেলবে না, সেখানে কেএল রাহুলকে দায়িত্ব দিন।"
শ্রীকান্ত আরও বলেন, "আমি যদি নির্বাচক কমিটির চেয়ারম্যান হতাম, তাহলে বুমরাহকেই অধিনায়ক করতাম। বলতাম, 'তুমি যত ম্যাচ খেলতে চাও খেলো, কিন্তু অধিনায়ক তুমি।' এরপর কেএল রাহুল বা ঋষভ পন্থকে সহ-অধিনায়ক করতাম, কারণ ওরা একাদশে নিশ্চিত।"
শ্রীকান্ত মনে করছেন, অজিত আগারকরের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি যেন গিলকে জোর করে অধিনায়ক বানাতে চাইছে। তাঁর মতে, আগে গিলের উচিত কঠিন পরিস্থিতিতে রান করে নিজেকে প্রতিষ্ঠিত করা।
"শুধুমাত্র নামের জন্য কাউকে অধিনায়ক বানানো উচিত নয়," শ্রীকান্ত বলেন। "আমি জানি না নির্বাচকরা কী ভাবছে, কিন্তু আমার মতে এটা ঠিক নয়। বিদেশে – ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকায় গিল এখনও বড় রান করেনি। সে শুধুমাত্র দেশের মাটিতে সফল। এখনই সব কিছু ওর উপর চাপিয়ে দেওয়া ভুল। আগে ওকে নিজেকে প্রতিষ্ঠিত হতে দিন।"
বিরাট কোহলির টেস্ট থেকে অবসরের প্রসঙ্গেও মুখ খোলেন শ্রীকান্ত। তিনি জানান, যদিও অবসর ব্যক্তিগত সিদ্ধান্ত, তবে তিনি নির্বাচক হলে কোহলিকে বুঝিয়ে কিছুদিন নেতৃত্বে রাখার চেষ্টা করতেন।
"অবসর ব্যক্তিগত সিদ্ধান্ত, কিন্তু আমি হলে কোহলিকে বলতাম – ‘বস, আমি চাই তুমি আরও কিছুদিন টেস্টে নেতৃত্ব দাও।’" শ্রীকান্ত বলেন। "রোহিত নেই, ফলে এখন নেতৃত্বে একটা শূন্যতা তৈরি হয়েছে। আমি কোহলির সঙ্গে কথা বলতাম, বলতাম ছয় মাস বা এক বছর দায়িত্ব নাও, তারপর অবসর নাও। ভারতকে কোহলির মতো একজন অভিজ্ঞ অধিনায়কের প্রয়োজন ছিল।"
শ্রীকান্ত আরও বলেন, কোহলি ভারতের ইতিহাসে সেরা টেস্ট অধিনায়কদের একজন ছিলেন। তাঁর অভাব সহজে পূরণ করা সম্ভব নয়।