বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চ্যাম্পিয়ন দল পাবে ৩০.৮২ কোটি টাকা! বিপুল অর্থ পাবে ভারতও

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ২০২৩-২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি)-এর জন্য বিশাল পুরস্কার অর্থের ঘোষণা করেছে আইসিসি। চলতি ডব্লিউটিসি চক্রের তৃতীয় আসরের ফাইনাল আগামী মাসে লর্ডসে অনুষ্ঠিত হবে, যেখানে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। আইসিসি জানিয়েছে, মোট পুরস্কার মূল্য ৫.৭৬ মিলিয়ন মার্কিন ডলার, যা প্রায় ৪৯.৩২ কোটি টাকা। ফাইনালে জয়ী দল পাবে ৩০.৮২ কোটি টাকা, আর রানার্স-আপ দল পাবে ১৮.৪৯ কোটি টাকা।
এই আসরে তৃতীয় স্থান অধিকার করেছে ভারত, যারা প্রথমবারের মতো ডব্লিউটিসি ফাইনালে জায়গা করে নিতে পারেনি। তারা পাবে ১২.৩৩ কোটি টাকা। আগের দুই আসরে ভারত ফাইনালে উঠেছিল, কিন্তু নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয়েছিল।
এদিকে, অংশগ্রহণকারী ৯টি দলের মধ্যে সবচেয়ে কম পুরস্কার অর্থ পেয়েছে পাকিস্তান, যারা মাত্র ২৭.৯৮ শতাংশ পয়েন্টের হার (PCT) নিয়ে তালিকার একেবারে নিচে অবস্থান করেছে। পাকিস্তান পাবে মাত্র ৪.১১ কোটি টাকা।
ডব্লিউটিসি ফাইনালের ৩০ দিনের কাউন্টডাউন উপলক্ষে আইসিসি একটি প্রচারমূলক ভিডিও প্রকাশ করেছে, যেখানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা, কাগিসো রাবাদা, আইডেন মার্করাম, অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ ও ট্রাভিস হেড। পাশাপাশি উপস্থিত রয়েছেন সাবেক তারকারা – শন পোলক, ডেল স্টেইন, ম্যাথিউ হেইডেন, মেল জোন্স, নাসের হুসেন, শোয়েব আখতার ও রবি শাস্ত্রী।
A battle of wills, minds and hearts in the Ultimate Test ????
— ICC (@ICC) May 15, 2025
The #WTC25 Final at Lord's is upon us ???? pic.twitter.com/JsNXpmgOXD
এই বিশাল পুরস্কার অর্থ ঘোষণা করার পর আইসিসি চেয়ারম্যান জয় শাহ বলেন, “এই ডব্লিউটিসি চক্র ছিল খুবই উত্তেজনাপূর্ণ, যেখানে শেষ মুহূর্তে গিয়ে নির্ধারিত হয়েছে ফাইনালিস্টরা। এই প্রতিযোগিতা বিভিন্ন দলের খেলোয়াড়দের অসাধারণ পারফরম্যান্সের সাক্ষী হয়েছে, আর এবার লর্ডসে দুটি দুর্দান্ত দলের মধ্যে ফাইনাল – সত্যি অর্থে ক্রিকেটের এক মহা উৎসব।”
তিনি আরও বলেন, “আমি নিশ্চিত, যখন অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা মাঠে নামবে, লর্ডসে উপস্থিত দর্শক এবং সারা বিশ্বের ভক্তরা উপভোগ করবেন টেস্ট ক্রিকেটের সেরা রূপ। আইসিসির পক্ষ থেকে আমি উভয় দলের খেলোয়াড়দের এই মর্যাদাপূর্ণ ম্যাচের জন্য শুভেচ্ছা জানাচ্ছি।”