কলকাতা-বেঙ্গালুরু ম্যাচের ভিলেন হবে বৃষ্টি? জেনে নিন আবহাওয়ার পূর্বাভাস

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ভারত-পাকিস্তান যুদ্ধকালীন পরিস্থিতির কারণে এক সপ্তাহের বিরতির পর আবারও পুরোদমে শুরু হচ্ছে আইপিএল ১৮। শনিবার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
এই মরসুমে দুর্দান্ত ছন্দে রয়েছে রজত পাতিদারের নেতৃত্বাধীন আরসিবি। এখনও পর্যন্ত ১১টি ম্যাচে ৮টি জয় নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে তারা। আজকের ম্যাচে জয় পেলে শীর্ষস্থানে উঠে যাওয়ার পাশাপাশি আইপিএল ২০২৫ প্লে-অফে জায়গা প্রায় নিশ্চিত হয়ে যাবে তাদের।
অন্যদিকে, কেকেআর এখনও পর্যন্ত ১২টি ম্যাচের মধ্যে মাত্র ৫টিতে জয় পেয়েছে এবং তাদের সংগ্রহে রয়েছে ১১ পয়েন্ট। আজ বেঙ্গালুরুর বিরুদ্ধে জয় পেলেও প্লে-অফে পৌঁছানো বেশ কঠিন হয়ে পড়বে, তবে হারলে নিঃসন্দেহে তাদের শেষ আশা নিভে যাবে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ভারতের আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়েছে, আজ বেঙ্গালুরুতে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং এক-দু'বার বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা যথাক্রমে ২২ এবং ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার কথা।
অন্যদিকে, অ্যাকুওয়েদারের পূর্বাভাস বলছে, রাতে বেঙ্গালুরুতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৮০ শতাংশ এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে ৪৮ শতাংশ।
উল্লেখ্য, বেঙ্গালুরুতে সর্বশেষ একবার বৃষ্টির কারণে আইপিএল ম্যাচে বাধা আসে ১৮ এপ্রিল, যখন পাঞ্জাব কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ ১৪ ওভারে সীমিত করা হয়েছিল।
এখনও পর্যন্ত আইপিএলে কেকেআর এবং আরসিবি মোট ৩৫টি ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছে। এর মধ্যে বেঙ্গালুরু জিতেছে ১৫টি এবং কলকাতা জিতেছে ২০টি ম্যাচ।