নিরাপত্তা উদ্বেগে পিএসএল ছেড়ে আইপিএলে যোগ দিলেন এই শ্রীলঙ্কার তারকা

Photo-X
এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ গুজরাট টাইটান্স স্কোয়াডে আইপিএল ২০২৫ প্লে-অফের জন্য শ্রীলঙ্কার উইকেটকিপার-ব্যাটার কুশল মেন্ডিসকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ইংল্যান্ডের জস বাটলার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ইংল্যান্ডের ঘরের মাঠে ওডিআই সিরিজে অংশ নিতে যাওয়ায় তিনি প্লে-অফে খেলতে পারবেন না। উল্লেখ্য, সিরিজটি শুরু হচ্ছে ২৯ মে, যেদিন থেকেই আইপিএলের প্লে-অফও শুরু হবে।
কুশল মেন্ডিস সম্প্রতি পাকিস্তান সুপার লিগে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলেছেন উইকেটকিপার-ব্যাটার হিসেবে। ৭ মে তিনি শেষ ম্যাচ খেলেছিলেন দলের হয়ে। এরপর নিরাপত্তা উদ্বেগের কারণে তিনি আর পাকিস্তানে ফিরে যাচ্ছেন না এবং এর পরিবর্তে আইপিএলে খেলার সিদ্ধান্ত নিয়েছেন। এটি হবে মেন্ডিসের আইপিএলে প্রথম অংশগ্রহণ।
গুজরাট টাইটান্সের স্কোয়াডে আরও দুই উইকেটরক্ষক রয়েছেন, অনুজ রাওয়াত ও কুমার কুশাগ্র। তবে পিএসএল ২০২৫-এ দুর্দান্ত ফর্মে ছিলেন মেন্ডিস। পাঁচ ম্যাচে ১৬৮ স্ট্রাইক রেটে ১৪৩ রান করেন তিনি।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার হয়ে কুশল মেন্ডিস ৭৮ ম্যাচে করেছেন ১৯২০ রান, গড় ২৫.৬০ ও স্ট্রাইক রেট ১৩১.৬৮। তার নামের পাশে রয়েছে ১৫টি অর্ধশতক।
ইএসক্রিকইনফো অনুসারে, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড তাদের আইপিএলে খেলা ক্রিকেটারদের ২৫ মে পর্যন্ত খেলার অনুমতি দিয়েছিল, যা ছিল আইপিএল ফাইনালের নির্ধারিত দিন।
জস বাটলার আইপিএলের চলতি মরসুমে গুজরাট টাইটান্সের হয়ে ১১ ইনিংসে করেছেন ৫০০ রান, গড় ৭১.৪৩ এবং স্ট্রাইক রেট ১৬৩.৯৩। বর্তমানে ১১ ম্যাচে ৮টি জয় ও ৩টি হারের সঙ্গে শীর্ষে রয়েছে গুজরাট।
তাদের পরবর্তী ম্যাচ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে অনুষ্ঠিত হবে ১৮ মে, দিল্লির অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে।