এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : জসপ্রিত বুমরাহ আবারও প্রমাণ করলেন যে তিনি আসলে বড় মঞ্চের ক্রিকেটার। শনিবার আরও একটি অসাধারণ পারফরম্যান্স উপহার দিলেন, সিডনির সকালে বিপজ্জনক মার্নাস লাবুশানে-কে আউট করেন।
লাবুশানের ক্রিজে দাঁড়িয়েছিলেন, ভেবেছিলেন আউট হননি। কারণ স্পষ্ট এজ থাকা সত্ত্বেও তিনি ক্রিজ ছাড়তে রাজি ছিলেন না। তবে বুমরাহর আত্মবিশ্বাসী সিদ্ধান্তই শেষ কথা হয়ে গেল। এই উইকেটটি শুধু একটি উইকেট না নয়, এটি ইতিহাস। চলতি বর্ডার-গাভাসকার ট্রফিতে ৩২টি উইকেট নিয়ে বুমরাহ এখন অস্ট্রেলিয়ার মাটিতে একটি সিরিজে সবচেয়ে বেশি উইকেট নেওয়া ভারতীয় বোলারের রেকর্ড গড়েছেন। তিনি বিষণ সিং বেদিকে পেছনে ফেলেছেন, ১৯৭৭/৭৮ সফরে ৩১টি উইকেট নিয়েছিলেন কিংবদন্তি বেদি। চন্দ্রশেখর, এরাপল্লি প্রসন্ন এবং কপিল দেবের মতো কিংবদন্তিদের পিছনে ফেলে বুমরাহ এই তালিকায় সবার উপরে।