ঈদের দিনে সতীর্থদের বিরিয়ানি রান্না করে খাওয়ালেন রিঙ্কু সিং

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: ঈদের দিনে সতীর্থদের বিরিয়ানি রান্না করে খাওয়ালেন কেকেআরের ক্রিকেটার রিঙ্কু সিং। সোমবার খুশির ঈদ। এদিনই আইপিএলের তৃতীয় ম্যাচ খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স। ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলবে নাইটরা।
সোশ্যাস মিডিয়ায় কলকাতা নাইট রাইডার্স দলের পক্ষ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে, সেখানে কলকাতার স্টাইলে বিরিয়ানি রান্না করে গুরবাজ এবং মঈন আলিদের খাওয়ালেন রিঙ্কু সিং। একইসঙ্গে শেফ এর সঙ্গে আলাপচারিতায় নিজের জীবনে অজানা কাহিনী তুলে ধরলেন রিঙ্কু সিং।
উত্তরপ্রদেশের আলিগড়ের বাসিন্দা রিঙ্কু গত কয়েক বছর ধরেই কেকেআরের সদস্য। কলকাতার সংস্কৃতি সঙ্গে অনেকটাই পরিচিত হয়ে গিয়েছেন তিনি। শেফ বিরিয়ানি তৈরি করার জন্য বাজার থেকে জিনিসপত্র কিনেছেন। এরপর রান্নাঘরে তাঁকে সাহায্যের জন্য আসেন রিঙ্কু সিং। তিনি বলেন কলকাতার বিরিয়ানিতে একটা আলু থাকে। এই কথার সূত্র ধরেই শেফ বলেন কলকাতা চিকেন বিরিয়ানি হোক মটন বা ভেজ বিরিয়ানি। সব বিরিয়ানিতে একটা বড় সাইজের আলু থাকে।
রিঙ্কুকে তাঁর হাতের ট্যাটু গুলি নিয়ে জিজ্ঞেস করা হয় তিনি বলেন, "২০১৮ সালের আমাদের পরিবারের অবস্থা ভালো ছিল না সেই সময় কেকেআর আমাকে ৮০ লক্ষ টাকা দিয়ে দলে নেয়। সেই সময় ৮০ লক্ষ টাকা আমাদের কাছে অনেক বড় অংকের টাকা ছিল। যা আমার পরিবারকে অনেক সাহায্য করেছিল সেই সময় একটি ট্যাটু করিয়েছিলাম এরপর বিভিন্ন পর্যায়ে স্মরণীয় ঘটনা গুলিকে হাতের ট্যাটু তে রেখেছি। এরমধ্যে রয়েছে গুজরাতের বিরুদ্ধে পাঁচ ছক্কার মেরে ম্যাচ জেতানোর একটি ট্যাটু।"
এই কথাবার্তার মধ্যেই রিঙ্কুকে কলকাতার বিভিন্ন মিষ্টি খাওয়ানো হয়। তাঁর চোখ বন্ধ করে বিভিন্ন খাবারের পরীক্ষাও নেওয়া হয়। সেই সময় সেখানে প্রবেশ করেন গুরবাজ ও মঈন আলি। সব মিলিয়ে ঈদের দিন জমিয়ে বিরিয়ানি খেলেন নাইট তারকারা।